পরিচালক নীতিশ তিওয়ারির আগামী ছবি ‘রামায়ণ’ এ রামের চরিত্রে দেখা যাবে বলিউড তারকা রনবীর কাপুরকে। এছাড়াও এই ছবিতে নাকি দেখা যাবে হৃতিক রোশন, দীপিকা পাডুকোন,আলিয়া ভাটকে।যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা কিছু হয়নি। তবে বলিউডের অন্দরের খবর রামায়ণের রামের মতন নিখাদ চরিত্রকে ফুটিয়ে তুলতে ইতিমধ্যেই রনবীর যথেষ্ট সংযমী জীবনযাপন শুরু করে দিয়েছেন। শোনা যাচ্ছে তিনি নাকি মদ এবং মাংস খাওয়া ছেড়ে দেবেন।
আরও খবর পড়ুন: ইজরায়েলের পক্ষের তারকাদের ‘ভণ্ড’ বললেন স্বরা
এছাড়াও অন্যান্য শিল্পীদেরকেও একটি স্ব-সংযমিত জীবনধারার শিক্ষা দেওয়া হচ্ছে। খুব স্বাভাবিক কারণেই মধ্যরাতের পার্টিতে আগামী কিছুদিন রনবীরকে দেখা যাবে না। নীতিশের এই ছবিটি বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রথমে সোনা গিয়েছিল রাম অর্থাৎ রান্ডিরেড বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। কিন্তু এখন সীতা চরিত্রের জন্য আর একজনের নাম উঠে আসছে তিনি হলেন দক্ষিণী অভিনেত্রী সাঁই পল্লবী।
সূত্রের খবর অনুযায়ী শোনা যাচ্ছে ২০২৪ এর ফেব্রুয়ারি থেকে গস্ট পর্যন্ত ছবিটির শুটিং চলবে। ছবিতে রাখা হবে উন্নতমানের ভিএফএক্স এর কাজ। এটি একটি ট্রিলজি হবে। প্রথম অংশটিতে ভগবান রাম এবং সীতাকে গুরুত্ব ।রামের ভূমিকা যথাযথভাবে ফুটিয়ে তুলতে রনবীরের মদ-মাংস এড়িয়ে যাওয়ার খবরটি তাঁর ঘনিষ্ঠ মহলের অনেকেই এখন জানেন।
প্রসঙ্গত, আগামী ডিসেম্বর মাসে আসতে চলেছে রণবীরের এর ‘অ্যানিম্যাল’। এই ছবিতে তার সঙ্গে দেখা যাবে অনিল কাপুর,রাশ্মিকা কান্দানা এবং ববি দেওয়াল কে। জাতীয় এই ছবি একইসঙ্গে মুক্তি পাবে সলমনের ‘টাইগার ৩’ আর শাহরুখ খানের ‘ডাঙ্কি’র সঙ্গে।
আরও খবর দেখুন: