দীর্ঘ ৭ বছর পর ‘স্মরণ ঘর’ শীর্ষক ধারাবাহিকে ফিরে আসছেন জনপ্রিয় ছোটপর্দার অভিনেতা রনিত রায়।তিনি এই সিরিয়ালে ফিরে আসছেন জিমি শেরগিল এর জায়গায়। প্রসঙ্গত, চলচ্চিত্রের মাধ্যমে রনিত অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু তারপর একের পর এক সিরিয়ালে অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। যেমন ‘কাসৌটি জিন্দেগী কে’, ‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’ সিরিয়ালে তাঁর নজরকাড়া অভিনয় কেউ ভুলতে পারবে না।এছাড়াও আদালত ধারাবাহিকে সুদর্শন এবং বুদ্ধিদীপ্ত যুবক কে ডি পাঠকের চরিত্র তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী ইতিমধ্যেই রনিত তাঁর নতুন সিরিয়ালের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। খুব শীঘ্রই শুটিং হবে প্রোমো।ধারাবাহিকটির কাহিনী শহরকে কেন্দ্র করে গড়ে উঠলেও শুটিং এর কাজ হবে চণ্ডীগড়ে। ‘স্মরণ ঘর’ ধারাবাহিকে রনিতের বিপরীতে কাজ করবেন সঙ্গীতা ঘোষ।এই জুটি যারা সারাজীবন সন্তানদের জন্য আত্মত্যাগ করবেন পরবর্তীকালে তারাই বাবা-মাকে ছেড়ে চলে যাবেন। এভাবেই এই সিরিয়ালের চিত্রনাট্য তৈরি হয়েছে।
Html code here! Replace this with any non empty text and that's it.