রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা।‘কবীর সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’-এ রণবীরের নায়িকা হওয়ার কথা ছিল পরিণীতি চোপড়ার।কিন্তু সদ্যই জানা গিয়েছে ছবি থেকে বেরিয়ে গিয়েছেন তিনি।পরিবর্তে নায়িকা কাজ করবেন ইমতিয়াজ আলি পরিচালিত অমর সিং চমকিলার বায়োপিক ‘চমকিলা’ ছবিতে।এরপরই বলিউডে শুরু হয়েছে জোর জল্পনা।রণবীরের বিপরীতে অ্যানিম্যাল-এ কে অভিনয় করবেন সেই নিয়ে চিন্তায় ছিলেন ছবির নির্মাতারাও।তবে সদ্যই মিলেছে অ্যানিম্যাল-র নায়িকা সংবাদ নিয়ে লেটেস্ট আপডেট। ছবিতে রণবীর কাপুরের নায়িকা হতে চলেছেন রশ্মিকা মান্দানা।‘পুষ্পা’-র দুরন্ত সাফল্যের পর থেকেই বলি পরিচালকদের চোখে পড়ে গিয়েছেন রশ্মিকা।সিদ্ধার্থ মালহোত্রার ‘যোদ্ধা’ সহ একঝাঁক নতুন ছবিতে তিনি কাজ করবেন।এরই মধ্যে নতুন সংযোজন সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’।
ছবিতে রণবীর-রশ্মিকা ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন অনিল কাপুর ও ববি দেওল।‘অ্যানিম্যাল’-এর শ্যুটিং নিয়েও মিলেছে জবর খবর।ছবির কাস্টিং সিলেকশন ইতিমধ্যেই শেষ হয়েছে।শোনা যাচ্ছে চলতি বছরের গ্রীষ্মেই শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং।২০২৩সালের দ্বিতীয়ার্ধে মুক্তি পাবে ‘অ্যানিম্যাল’।