কলকাতা: মমতাশঙ্কর-পুত্র(Mamatasankar Son) পারকাশনিস্ট রাতুলকে(Ratul Shankar Percussionist) দীর্ঘ ২৫ বছর পর আবার বড় পর্দায় দেখা যাবে। নতুন এই ছবিতে রূপোলি পর্দায় রাতুলকে জুটি বাঁধতে দেখা যাবে ইশা সাহার(Isha Saha) সঙ্গে। ছবির নাম ‘চেক ইন চেক আউট'(Check In Check Out)। একটি পরিচালনা করবেন সত্রাজিৎ সেন(Director Satrajit Sen)। ছবির প্রধান চরিত্রে থাকছেন ইশা। কলকাতার একটি হোটে কে কেন্দ্র করে এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। এ শহর এবং শহরের মানুষজনের গল্প বলবে এই ছবি। খুব স্বাভাবিক কারণেই এই হোটেলের কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন পদস্থ অফিসারদের সঙ্গে অতিথিদের সম্পর্ক তুলে ধরা হবে এই গল্পে।
আরও পড়ুন:তৃণা রূপের আগুনে ঘাম ঝরাচ্ছে নেটপাড়া
ইশাকে এই হোটেলের জেনারেল ম্যানেজারের ভূমিকায় দেখা যাবে। হোটেলের মালিক গিরীন্দ্রমোহনের ভূমিকায় দেখা যাবে রাতুলকে যিনি ইশার চরিত্রের মেন্টরও বটে। মালিক তথা মেন্টরের সঙ্গে এশার সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটাই গল্পের অন্যতম প্রধান আকর্ষণ। এই হোটেলেই বারবার কিসের টানে চান্দ্রেয়ি ও আরিয়ান ফিরে আসেন তা কেন্দ্র করেই ছবির গল্প এগোবে। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আরিয়ান ভৌমিক, চান্দ্রেয়ি ঘোষকে।
প্রসঙ্গত, দীর্ঘ ২৫ বছর আগে ঋতুপর্ণ ঘোষের উৎসব(Rituporno Ghosh’s ‘Utsav’) ছবিতে প্রথম অভিনয় করেছিলেন রাতুল শঙ্কর। সংস্কৃতি জগতে তাকে পারকাশনিস্ট হিসেবেই সকলে জানেন।’উৎসব'(Utsav) ছবিতে মমতাশঙ্করকে পারুলের চরিত্র দেখা গিয়েছিল। আর তারই ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন রাতুল। বলা যায় রিয়েল চরিত্র।