অবশেষে প্রকাশ্যে অনিক দত্ত পরিচালিত ‘অপরাজিত’-র পোস্টার। আর এই পোস্টারেই পৌষমাস জীতু কমলের।
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে দর্শকদের সামনে হাজির অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ছবির পোস্টার। আর সেই ছবি দেখে প্রশংসায় নেট দুনিয়া। শোনা যাচ্ছে, অভিনেতা জীতু কমলের ফলোয়ার্স একনিমেষে দ্বিগুন হয়ে উঠেছে। এবং কলকাতার বেশ কিছু প্রথম সারির পরিচালক তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা জিতু কমল। সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়েই ছবিটি তৈরি করেছেন পরিচালক। ছবিতে তুলে ধরা হয়েছে ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্য কাহিনি।
১৯৫৫ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’। সেই ছবি তৈরির নেপথ্য কাহিনি ‘অপরাজিত’ ছবিতে তুলে ধরেছেন অনীক দত্ত। জানা গেছে, চরিত্রগুলির নাম ও ঘটনার বিবরণ কিছুটা বদলে দিয়েছেন পরিচালক। ছবিতে মূল চরিত্রের নাম অপরাজিত রায় (জিতু কমল)। আর তিনি তৈরি করছেন ‘পথের পদাবলী’ নামের ছবি। অনেক বাধা-বিপত্তির মোকাবিলা করে ‘পথের পাঁচালী’ তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। সেই কাহিনিই সিনেমার মাধ্যমে বলতে চলেছেন পরিচালক। নতুন এই ছবির সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন দেবজ্যোতি মিশ্র। সিনেম্যাটোগ্রাফার সুপ্রতিম ভোল।
প্রথমে সত্যজিৎ রায়ের লুকে অভিনেতা জিতু কমলকে দেখে হইচই পড়ে গিয়েছিল টলিপাড়ায়। নেটিজেনরা সত্যজিতের সঙ্গে জিতু কমলের চেহারার হুবহু মিল দেখে অবাক হন। সেই থেকেই সিনেপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ছবিটি। প্রসঙ্গত, কিছুদিন আগেই এই ছবির লোগো নিয়ে পরিচালক অনীক ও গ্রাফিকশিল্পী রাজকমল আইচের মধ্যে তরজার সাক্ষী ছিল নেটদুনিয়া। তবে সেসব ভুলে এখন ছবির মুক্তির অপেক্ষায় দর্শকেরা।