কঙ্গনা রানাওয়াত এর নতুন রিয়ালিটি শো ‘লক আপ’। বেশ কয়েকদিন ধরেই নেট পাড়া উত্তাল হয়েছিল যে প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে সদ্য বিচ্ছেদ হওয়া প্রেমিক রোহমন শলকে নাকি ‘ লক-আপ’ এ দেখা যাবে। কয়েকদিন নেট পাড়া উত্তাল হবার পর সোশ্যাল মিডিয়ায় রোহমান নিজেই লিখেছেন,’এখবর সত্যি নয়, তবে যারা অংশ নিচ্ছেন তাদের সবাইকে শুভ কামনা’। অনেক নেটিজেন এই শহর মধ্যে দিয়ে কঙ্গনার সঙ্গে রোহমানের এক গাঁটছড়া বাঁধার স্বপ্ন দেখছিলেন। তবে এই মুহূর্তে সে সম্ভাবনা যে নেই তা খোদ সুস্মিতার প্রাক্তন জানিয়ে দিয়েছেন। শোনা যাচ্ছে একটা কাপুর প্রযোজিত এই শোয়ে নাকি পুনাম পান্ডেকে অনেক বেশি উপযুক্ত মনে করছেন নির্মাতারা। ‘লকআপ’ শুনেই বোঝা যাচ্ছে বেশ কিছুদিন বন্দী থাকতে হবে সেলেবদের। অনেকটা বিগ বসের মত। সঞ্চালক হিসেবে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। কঙ্গনা মানেই বিতর্ক। অন্যদিকে রোহমানের সঙ্গে বিচ্ছেদ হবার পর প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন লিখেছিলেন, ‘বন্ধু হিসেবে শুরু করেছিলাম এখনো বন্ধু রয়েছি। সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়েছে তবে বিচ্ছেদ হলেও বন্ধুত্ব থেকে যাবে’। জানিও তৈরি হয়েছিল নানান বিতর্ক। তাই অনেকেরই ধারণা ছিল বিতর্কিত ‘লকআপ’ এ ডাক পেতে পারেন রহমান।
তবে আপাতত কঙ্গনার ‘লক আপ’ এর বাইরেই থাকছেন সুস্মিতার প্রাক্তন রোহমান।
‘লক আপ’ এর বাইরে রোহমান
Follow Us :