মার্কিন যুক্তরাষ্ট: আন্তর্জাতিক জনপ্রিয় ছবি ‘রোমিও এন্ড জুলিয়েট'(Romeo and Julie) মুক্তি পেয়েছিল ১৯৬৮ সালের ৪ মার্চ। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন লিওনার্ড ওয়াইটিং(Leonard Whiting) এবং অলিভিয়া হাসি(Olivia Hussey)। পরিচালনা করেছিলেন প্রখ্যাত পরিচালক ফ্রাংকো জেফিরলি(Director Franco Zeffirelli)। ছবিটি চারটি বিভাগে অস্কারের(Oscar) জন্য মনোনীত হয়েছিল।
প্রসঙ্গত, ছবিটি যখন তৈরি হয়েছিল তখন লিওনার্ড এর বয়স ছিল ১৬,আর অলিভিয়ার ১৫।ছবিটি বক্স অফিসে(Boxoffice) যথেষ্ট সাফল্য পেয়েছিল, সেইসঙ্গে ছবির একটি বেড-সিন সেসময় যথেষ্ট বিতর্ক(Controversy) তৈরি করেছিল। সেই বেড-সিন(Bed Sceene) এ নায়িকা অলিভিয়ার বক্ষদেশ এবং লিওনার্ডের নিম্নাঙ্গের পশ্চাদ ভাগ দেখা গিয়েছিল। তৎকালীন সময় জানিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। সংবাদের শিরোনামে উঠে এসেছিল এই ছবির খবর।
আরোও পড়ুন: Pakistan Army Actresses ‘Honey Trap’: পাকিস্তানি অভিনেত্রীদের দিয়ে ‘মধু ফাঁদ’ পাতার অভিযোগ উঠেছে সে দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে
আশ্চর্যের বিষয় হলো ছবিটি মুক্তির ৫৫ বছর পর এই বিশেষ দৃশ্যটি নিয়ে বিপাকে পড়েছে ছবির পরিবেশক প্যারামাউন্ট পিকচার্স। কারণ তাদের বিরুদ্ধে লিওনার্ড এবং অলিভিয়া মানহানির মামলা দায়ের করেছেন।
মামলার বয়ানে বলা হয়েছে,মামলার এজাহারে বলা হয়েছে— চিত্রনাট্য অনুযায়ী, সিনেমাটিতে রোমিও এবং জুলিয়েটের একটি বেডসিন ছিল। ফলে লিওনার্ড-অলিভিয়া জানতেন তাদের ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করতে হবে। কিন্তু তাদেরকে বলা হয়েছিল, কোনো দৃশ্যেই তাদের বিবস্ত্র দেখানো হবে না। তারাও জানিয়েছিলেন বিবস্ত্র হয়ে তারা শট দেবেন না। প্যারামাউন্টের পক্ষ থেকেও জানানো হয়েছিল, শরীরের রঙের আন্ডারওয়্যার পরিয়েই দৃশ্যের শুট করানো হবে। কিন্তু শুটিংয়ের সময়ে সবকিছু বদলে দেওয়া হয়। শুটিংয়ের পর অলিভিয়া-লিওনার্ডকে জানানো হয়েছিল, যে বিবস্ত্র দৃশ্যের শুটিং করা হয়েছে, তাতে তাদের মুখ দেখানো হবে না। কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টোটা।
গত ৩০ ডিসেম্বর লিওনার্ড-অলিভিয়া যুক্তরাষ্ট্রের সান্তা মনিকার উচ্চ আদালতে মানহানির মামলা দায়ের করেছেন( Defamation Sue)। তাদের অভিযোগ, প্যারামাউন্ট পিকচার্স শিশু-কিশোরদের বিবস্ত্র(child abuse) ছবি পরিবেশন করেছে। এ সিনেমা মুক্তির পর থেকে মানসিক যন্ত্রণায় ভুগছেন তারা। এজন্য তারা অনেক কাজের সুযোগ হারিয়েছেন। ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমায় দারুণ পারফরম্যান্স করার পরও তাদের ক্যারিয়ার থমকে যায়। সবকিছু মিলিয়ে তারা মনে করছেন— ৫০০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তাদের।