কড়া নিরাপত্তার মধ্যে বলিউড অভিনেতা সালমন খান আগামী ছবি ‘কাভি ঈদ কাভি দেওয়ালি’ ছবির শুটিং করছেন হায়দ্রাবাদে। শোনা যাচ্ছে ছবির নাম পরিবর্তন করে ইতিমধ্যেই ‘ভাইজান’ করা হয়েছে। ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার রামচরণকে। একটি সূত্রের খবর গত রবিবার ছবির একটি গানের সিকোয়েন্সের শুটিং করেছেন সলমন। সেই গানে একটি ক্যামিও চরিত্রে রামচরণ কে নেওয়ার কথা ভেবে রেখেছিলেন সলমন। বিষয়টিতে সম্মতি দিয়েছিলেন ‘ট্রিপল আর’ খ্যাত রামচরণ। সেই কথামতো এদিনের গানের শুটিংয়েও সলমনের সঙ্গে ছিলেন রামচরণ । শোনা যাচ্ছে ছবির হায়দ্রাবাদের অংশের শুটিং আর সপ্তাহখানেকের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরই মুম্বই ও তার আশপাশের এলাকায় শুরু হবে শুটিংয়ের কাজ। সলমনের জীবনহানির হুমকি থাকায় তার নিরাপত্তা ব্যবস্থা বেশ আঁটোসাটো রাখা হয়েছে। এরপরের সর্টিং স্লট মুম্বই এবং তার পার্শ্ববর্তী এলাকায় খোলা জায়গায় হবে কিনা তা নিয়ে যথেষ্ট চিন্তিত সলমনের নিরাপত্তা বাহিনী। ফরহাদ সামজি পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ, জগপতি বাবু, রাঘব, শেহনাজ গিল মালবিকা শর্মা প্রমূখ। ছবিটি আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাবার কথা।
Html code here! Replace this with any non empty text and that's it.