ইদের বক্সঅফিসে রাজ করার জন্য অজয় দেবগণকে স্বাগত জানালেন সলমন খান। বিগত বেশ কিছু বছর ধরেই সুলতান একজনই,তিনি সলমন খান।প্রায় প্রতি ইদেই নিয়ম করে মুক্তি পায় ভাইজানের নতুন ছবি।গত ইদেও মুক্তি পেয়েছিল ‘রাধে ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।তবে এবছর সলমনের কোন ছবিই তৈরি নেই, তাই প্রিয় বন্ধু অজয় দেবগণকে আমন্ত্রন জানালেন সলমন।সদ্যই মুক্তি পেয়েছে অজয়ের নতুন ছবি ‘রানওয়ে ৩৪’-এর টিজার।আর সেই টিজার নিজের সোশ্যাল সাইটে শেয়ার করে ভাইজান লিখলেন,এইবছর তাঁর কোন ছবিই তৈরি নেই,তাই ভাই অজয় দেবগণকে ইদে নতুন ছবি মুক্তি দিতে অনুরোধ করেছেন তিনি।সলমন খান-অজয় দেবগণের ভাইচারা টিনসেল টাউনে নতুন কিছু নয়,একসঙ্গে ছবিতে কাজ করার পাশাপাশি একে অপরের ছবিতে ক্যামিও রোলেও ধরা দিয়েছেন বারবার।তাই সলমনের কীর্তিতে খুব একটা অবাক হয়নি নেটদুনিয়া।
View this post on Instagram
ইদ উপলক্ষে আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে অজয় দেবগণ পরিচালিত ছবি ‘রানওয়ে ৩৪’। সোমবারই বলিপাড়ার সিংহম জানিয়েছিলেন এদিন আসতে চলেছে ‘রানওয়ে ৩৪’-এর টিজার।মাঝ আকাশে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে একটি বিমান।যার কোন পূর্ব সতর্কতায় ছিল না বিমানের দুই পাইলটের কাছে।তারপর, তাঁরা কি পারলেন দুর্ঘটনা এড়িয়ে বিমানটিকে পৌছে দিতে পারলেন? সেই গল্প নিয়েই তৈরি হয়েছে ‘রানওয়ে ৩৪’।ছবিতে অজয় দেবগণের সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা যাবে রাকুলপ্রীত সিং,অমিতাভ বচ্চন ও রাকুলপ্রীত সিংকে।