মুক্তির অপেক্ষায় রয়েছে অজয় দেবগণের আগামী ছবি ‘রানওয়ে ৩৪’।অভিনয়ের পাশাপাশি এই ছবির পরিচালনাও সামলেছেন বলিপাড়ার বাজিরাও সিংহম।শনিবার মুক্তি পেল ছবির মোশন পোস্টার।এদিন প্রকাশ্যে এসেছে ছবির একটি নতুন পোস্টারও।’রানওয়ে ৩৪’ ছবিতে অজয় দেবগণের সঙ্গে মুখ্য চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন,রাকুলপ্রীত সিং,বোমান ইরানি ছাড়াও বলিউডের বেশি কিছু তারকাকে।ছবির অজয় এবং রাকুলপ্রীত দুজনকেই দেখা যাবে পাইলটের ভূমিকায়।শুরুতে জানা গিয়েছিল ছবির নাম ‘মে ডে’।কিন্তু পরবর্তীকালে ছবির নাম পাল্টে অজয় রেখেছেন ‘রানওয়ে ৩৪’।এই নতুন থ্রিলার নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে দারুণ উন্মাদনা।আর সেই তাতেই যেন বাড়তি যোগ হল ছবির নতুন মোশন পোস্টার।আগামী ২৯ এপ্রিল বড়পর্দায় আসছে ‘রানওয়ে ৩৪’।খুব শীঘ্রই মুক্তি পাবে ছবির ট্রেলার।
Brace for impact#Runway34OnApril29@SrBachchan @Rakulpreet @bomanirani @CarryMinati @aakanksha_s30 @angira_dhar @ADFFilms @KumarMangat #VikrantSharma @Meena_Iyer @PanoramaMovies pic.twitter.com/JQeW3ZWI5o
— Ajay Devgn (@ajaydevgn) March 12, 2022
— Ajay Devgn (@ajaydevgn) March 12, 2022