আবারও গানের লড়াই। আবারও বিচারকের আসনে হিমেশ রেশমিয়া আর বিশাল দাদলানি। ফের একসঙ্গে ‘সা- রে- গা- মা- পা’-র বিচারকের দায়িত্ব পালন করবেন হিমেশ আর বিশাল। এই মুহূর্তে ‘ইন্ডিয়ান আইডল ১২’ -এর বিচারকের আসনে রয়েছেন হিমেশ- বিশাল জুটি। তবে ‘সা- রে- গা- মা- পা’ নিয়ে রীতিমতো এক্সসাইটেড দুই বিচারকই।
আসলে ‘সা- রে- গা- মা- পা’-র সঙ্গে বিশাল- হিমেশের যোগাযোগটা অনেক পুরনো। কাজেই অনেকটা ইমোশন জড়িয়ে আছে এই শো-এর সঙ্গে। ফের একবার পুরনো শো-এ ফিরতে পারবেন ভেবেই খুশি দুই বিচারক।
এর আগেও ‘সা- রে- গা- মা- পা’-র বেশ কিছু সিজনের জাজ ছিলেন হিমেশ। প্রতিবারই নতুন নতুন ট্যালেন্টদের দেখে মুগ্ধ হয়েছেন তিনি। এবারের সিজনেও যে মুগ্ধতা আরও খানিকটা বাড়বে তা নিয়ে আশাবাদী হিমেশ। চোখের সামনে নতুন ট্যালেন্টদের উত্থান দেখতে ভালই লাগে তাঁর, তারপর তাঁরা যখন ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেন তখনও প্রত্যেকটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করেন হিমেশ।
‘সা- রে- গা- মা- পা’-র বিচারকের দায়িত্বে ফিরে আসা বিশালের কাছে অনেকটা ঘরে ফেরার মতো। তাঁর মতে, তিনি সংগীত পরিচালনার কাজ শুরুর আগে থেকেই ‘সা- রে- গা- মা- পা’-র নাম লোকের মুখেমুখে ঘুরত। প্রজন্মের পর প্রজন্ম মানুষ রিয়েলিটি শো-এর গানের আনন্দ পেয়েছেন ‘সা- রে- গা- মা- পা’ থেকেই, সেটা ভালই জানেন বিশাল। বহু দিন পর ঘরে ফিরতে পেরে তাই দিব্যি খুশি তিনি। নতুন ট্যালেন্টদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য মুখিয়ে আছেন বিশালও।
রিয়েলিটির মঞ্চে হিমেশ- বিশাল মানেই কিন্তু তীব্র দ্বৈরথ। নিজের নিজের ঘরানার শিষ্যদের জন্য জান কবুল করে দেন দুই গুরুই। ভরপুর নাটকীয়তায় রক্তচাপ বাড়িয়ে ফেলেন দর্শকরাও! হিমেশ- বিশাল অবশ্য এই মুহূর্তে লড়াই নিয়ে নয়, বরং ঘরে ফিরতে পেরেই উচ্ছ্বসিত।
এবারের মিউজিক্যাল জার্নি যে আগের বারের থেকে আরও বেশি আকর্ষণীয় হবে তা নিয়ে বিচারকদের কোনও সন্দেহই নেই। ‘সা- রে- গা- মা –পা’ যে আপনার মনও ভরাবে তাও কিন্তু গ্যারান্টেড!