বলিউড অভিনেতা শাহিদ কাপুরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জার্সি’। বক্স অফিসে সে ছবি তেমন সাড়া না ফেললেও এখন শোনা যাচ্ছে আগামী ছবির জন্য অভিনেতা পারিশ্রমক বাড়িয়েছেন। শোনা যাচ্ছে, শাহিদ নাকি ৫ কোটি টাকা পারিশ্রমক বাড়িয়েছেন। তার সর্বশেষ ছবির জন্য তিনি ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিলেও আগামী ছবির জন্য ৩৫ কোটি টাকা দাবি করেছেন। যদিও ‘কবির সিং’ এর এই বর্ধিত পারিশ্রমিক নির্মাতারা দিতে রাজি হয়েছেন কিনা তা জানা যায়নি। বলিউড ইন্ডাস্ট্রিতে অভিষেক হওয়ার পর শাহিদ কাপুর ‘চকোলেট বয়’ তকমা পেয়েছিলেন। অবশ্য পরবর্তী সময়ে অভিনেতা সেই ইমেজ ভেঙে অভিনয় দক্ষতার মাধ্যমে বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করে যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছেন। তাঁর বেশকিছু ছবি বক্স অফিসে যথেষ্ট হিট করেছে। বিশেষ করে ‘কবির সিং’ ছবির সাফল্য চাহিদের কেরিয়ারে নতুন মাত্রা এনে দিয়েছিল। এই মুহূর্তে অভিনেতার ঝুলিতে রয়েছে একাধিক ছবি। রাজ ও ডিকে পরিচালিত ‘ফারজি’ ছবিতে দেখা যাবে শাহিদকে। এই ছবির মাধ্যমেই অভিনেতাকে প্রথমবারের মতো ডিজিটাল প্লাটফর্মে দেখা যাবে। পাশাপাশি ‘ব্লাডি ড্যাডি’ ছবিতেও দেখা যাবে শাহিদকে। এই ছবিটির পরিচালনা করবেন আলি আব্বাস জাফর।
Html code here! Replace this with any non empty text and that's it.