Sunday, August 3, 2025
Homeবিনোদনথ্রি মাস্কেটিয়ার্স

থ্রি মাস্কেটিয়ার্স

Follow Us :

‘দিল চাহতা হ্যায়’ -এর পর ফের আরও একবার ফারহান আখতার, রীতেশ সিদওয়ানির সঙ্গে কাজ করছেন সইফ আলি খান। তবে একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন না ফারহান- সইফ। বরং ফারহান আখতার- রীতেশ সিদওয়ানির প্রযোজনায় ‘ফায়ার’- এ কাজ করবেন সইফ।
ফারহান- রীতেশের ছবিতে একজন দমকল কর্মীর চরিত্রে দেখা যাবে সইফকে। ছবির গল্প নিয়ে তো বটেই ফারহান- রীতেশের প্রযোজনায় কাজ করতে পেরেও দারুন উত্ফুল্ল সইফ। এক্সেল এন্টারটেনমেন্টে কাজের পরিবেশ ভীষন ভাল। পাশাপাশি ফারহান- রীতেশ দুজনই সইফ আলি খানের বন্ধু। সেক্ষেত্রে তাদের সঙ্গে কাজ করা সইফের পক্ষে সুবিধেজনক।

আরও পড়ুন : আসছে ‘ভূত পুলিশ ২’


ইদানিং কর্মাশিয়াল ছবিতেই বেশি দেখা যাচ্ছে সইফ আলি খানকে। এই প্রসঙ্গে সইফ মজা করে বলছেন, তাঁর অভিনীত চরিত্রগুলো ইমোটিকন দিয়ে বোঝানো বেশ সহজ হবে। এই যেমন ‘ভূত পুলিশ’-এ তাঁর চরিত্রটি ভূতের ইমোটিকন দিয়ে বোঝানো সম্ভব, আবার ‘আদি পুরুষ’-এর চরিত্রটি ডেভিল ইমোটিকন দিয়ে বোঝানো যেতেই পারে! ‘বিক্রম বেদা’-র জন্য পুলিশ আর ‘ফায়ার ম্যান’- এর জন্য দমকল কর্মীর ইমোটিকন ব্যবহার করাই যায়! তাঁর পরবর্তী ছবিব চরিত্রটিও ইমোটিকন দিয়েই যাতে বোঝানো যায় সেই দিকেও নজর রাখবেন বলেই হাসতে হাসতে জানিয়েছেন সইফ!

আরও পড়ুন :  শিবাণীর গলায় ফারহানের নাম

 

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39