সলমন খান ও চিরঞ্জিবী জুটি প্রথম বার ছবি করছেন। ছবির নাম গডফাদার। দুই সুপারস্টার এর এই ছবি নিয়ে ফ্যানদের মধ্যে রয়েছে প্রবল উৎসাহ। এই ছবির শ্যুটিং হওয়ার কথা ছিল জানুয়ারিতেই তবে চিরঞ্জিবী করোনা আক্রান্ত হওয়ার ফলে শ্যুটিংয়ের কাজ ব্যাহত হয় পরবর্তি সময়ে সলমন খান ব্যস্ত হয়ে পড়ে তাঁর ছবি ‘টাইগার ৩’ এর শ্যুটিং নিয়ে।
তবে এখন সব কিছুই মিলেছে মুম্বই চলে আসছেন চিরঞ্জিবী। ১২ মার্চ থেকে শুরু হবে গডফাদার এর শ্যুটিং। কার্জত এর এনটি স্টুডিও চলবে শ্যুটিংয়ের কাজ। সূত্রের খবর অনুযায়ী সলমন খানের পানভেইল এর ফার্ম হাউসেই থাকবেন চিরঞ্জিবী।
টাইগার ৩ এর শ্যুটিংয়ের পর কিছুটা সময় সলমন খান স্ক্রিপ্ট পড়া ও ফটো শ্যুটের কাজ করেছেন। তবে এখন সলমন গড ফাদার এর শ্যুটিংয়ে থাকবেন। এবং পরবর্তী সময়ে এই শ্যুটিংয়ের কাজ শেষের পর শাহরুখ খান এর সঙ্গে টাইগার থ্রির শ্যুটিংয়ের কথা রয়েছে। এছাড়াও ফটো শ্যুটিংয়ের কাজ করবেন সলমন কারন ডিসেম্বরে সলমন এর ছবি ‘কভি ইদ কভি দিওয়ালী’ ছবির মুক্তির কথা।