ভিকি কৌশলের সঙ্গে মধুচন্দ্রিমা কাটিয়ে সদ্যই মুম্বইতে সলমনের সঙ্গে ‘টাইগার ৩’-র শ্যুটিংয়ে ফিরেছেন জাসুস জোয়া ওরফে ক্যাটরিনা কাইফ।শোনা যাচ্ছে, মুম্বইতে ‘টাইগার ৩’-র শ্যুটিং শেষ হওয়ার পথে।তবে এখনই শেষ হচ্ছে না টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির শ্যুটিং।মুম্বইতে শ্যুটিং পর্ব মেটার পর কিছুদিন শ্যুটিংয়ে ছুটি দিতে চান পরিচালক মণীশ শর্মা।শোনা যাচ্ছে,জানুয়ারির মাঝামাঝি দিল্লি যাবেন টাইগার সলমন ও জোয়া ক্যাটরিনা।সেখানেই ‘টাইগার-৩’ র বাকি শ্যুটিং সারবেন সলমন ও ক্যাটরিনা।আর দিল্লির শ্যুটিং শেষ হলেই ফাইনালি শেষ হয়ে যাবে ‘টাইগার ৩’ র শ্যুটিংয়ের র্যাপ আপ করবেন পরিচালক।আগামী বছরের মাঝামাঝি মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি।
Html code here! Replace this with any non empty text and that's it.