skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeবিনোদনসুখবর দিলেন ভাইজান

সুখবর দিলেন ভাইজান

Follow Us :

জল্পনা ছিল অনেক আগে থেকেই,এবার সেই জল্পনায় শীলমোহর দিলেন সলমন খান।রবিবার সন্ধ্যায় মুম্বইতে অনুষ্ঠিত হল এস এস রাজামৌলির ছবি ‘ট্রিপল আর’ এর প্রি-রিলিজ ইভেন্ট।অনুষ্ঠানে রামচরণ,জুনিয়র এনটিআর,অজয় দেবগণ,আলিয়া ভাটদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন ভাইজান সলমন খান।সেখানেই সলমন ধন্যবাদ জানান এস এস রাজামৌলির বাবা তথা ‘ট্রিপল আর’ এর কাহিনী-চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদকে। ‘বজরঙ্গী ভাইজান’-এর চিত্রনাট্যও তিনিই লিখেছিলেন।ছবির প্রসঙ্গ তুলে সল্লু ভাইজান বলেন,এই ছবি তার কেরিয়ারের অন্যতম সেরা।‘বজরঙ্গী ভাইজান’-এর সিক্যুয়েলের কাহিনীও কে ভি-ই লিখছেন। তৎক্ষনাৎ অনুষ্ঠানের হোস্টের আসন থেকে করণ জোহর সলমনকে বলেন,তবে কি ছবির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করছেন তিনি?উত্তরে হাসিমুখে কেজো-র ইশারায় সায় দেন ভাইজান।

‘বজরঙ্গী ভাইজান’-এর সিক্যুয়েল নিয়ে জল্পনা ছিল দীর্ঘদিন ধরেই।ব্লকবাস্টার হিট এই ছবির পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছেন সলমন ভক্তরা।অবশেষে সলমনের ঘোষণায় তাঁরা যে দারুণ খুশি তা বলার অপেক্ষা রাখে না।তবে ‘বজরঙ্গী ভাইজান ২’ এর পরিচালনা কে করবেন সেই নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে।কারণ,’বজরঙ্গী ভাইজান’-এর সাফল্যের পিছনে ছিল পরিচালক কবীর খানের অনবদ্য গল্প বলার স্টাইল।

তবে ‘টিউবলাইট’-এর ব্যর্থতার পর সলমনের সঙ্গে বেশ খানিকটা দুরত্ব তৈরি হয়েছে ‘৮৩’-র পরিচালকের।সব মনোমালিন্য মিটিয়ে আবার কবীর খানকেই কাছে ডেকে নেন বজরঙ্গী ভাইজান, নাকি অন্য কোন পরিচালকের হাতে তুলে দেন সিক্যুয়েল পরিচালনার ভার এখন সেটাই দেখার।

RELATED ARTICLES

Most Popular