নতুন ছবি ভাইজান-এর শ্যুটিং নিয়ে দারুণ ব্যস্ত সলমন খান।পরের সপ্তাহেই মুম্বইতে শুরু হয়ে যাবে ছবির পরবর্তী শ্যুটিং পর্ব।শোনা যাচ্ছে,ইতিমধ্যেই আগামী ছবির শ্যুটিং নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন সল্লুমিঞা।ভাইজান-এর শ্যুটিং শেষ করার পর ছবির পোস্ট প্রোডাকশন নিয়ে বেশ কিছুদিন ব্যস্ত থাকবেন তিনি।পাশাপাশি ছবির প্রমোশনের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন সলমন।৩০ ডিসেম্বর বড়পর্দায় ছবি মুক্তি পাওয়ার কথা।অভিনেতা ঘনিষ্ঠমহলে জানিয়েছেন,ভাইজান মুক্তি পাওয়ার পর ২০২৩-এর জানুয়ারিতে নতুন ছবির শ্যুটিং শুরু করবেন সলমন খান।কিন্তু আগামী বছরের শ্যুটিং যাত্রা কোন ছবি দিয়ে শুরু করবেন তা ভেবেই একটু কনফিউশড তারকা।কারণ, অভিনেতার ঝুলিতে রয়েছে বেশ কিছু বহু প্রতীক্ষিত ছবি।সেই তালিকায় যেমন রয়েছে অনীশ বাজমি পরিচালিত নো এন্ট্রি ২,ঠিক তেমনই রয়েছে দাবাং ৪-ও।ছবি পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন পরিচালক তিগমাংশু ধুলিয়া।
ছবির কাহিনি-চিত্রনাট্য লেখার কাজও শেষ করে ফেলেছেন তিনি।কিছুদিনের মধ্যেই সলমনের সঙ্গে দেখা করে ছবির গল্প শোনাবেন পরিচালক।নো এন্ট্রি ২ ও দাবাং ৪,দুটি ছবি নিয়েই দারুণ আশাবাদী ভাইজান।তবে কোন ছবির শ্যুটিং শুরু করবেন তিনি তা এখনও মনোস্থির করতে পারেননি পর্দার চুলবুল পাণ্ডে।সেপ্টেম্বর নাগাদই তা নিশ্চিত করবেন তিনি।