ওয়েব ডেস্ক: জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯'(Reality show ‘Big Boss 19’) এর অপেক্ষায় দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে ‘বিগ বস ১৯’। এনিয়ে চর্চা এখন তুঙ্গে। প্রথম তিন মাস সঞ্চালনার(Presenter) দায়িত্বে থাকবেন সলমন খান(Salman Khan)। আগামী ‘বিগ বস’ এর ঘরে থাকছে নাকি বড়সড় পরিবর্তন। যা নিয়ে শোনা যাচ্ছে নানান গুঞ্জন। শোনা যাচ্ছে সলমনের জায়গায় তিন মাস পর আসতে পারেন বলিউডের অন্যান্য তারকারা। যাদের মধ্যে ফারহা খান(Farha Khan),করণ জোহর(Karan Johar) ও অনিল কাপুর(Anil Kapoor) রয়েছেন।
আরও পড়ুন:মালাইকার শরীরী ভাষায় উষ্ণ নেটপাড়া, ছবি না দেখলেই মিস!
কিন্তু ইতিমধ্যেই ‘বিগবস’ নিয়ে অন্য চর্চা শুরু হয়েছে। এবারের সিজন দীর্ঘ হলেও জানা যাচ্ছে এই সময়ের বাজেট নাকি কমেছে। সেই সঙ্গে সলমন খানের পারিশ্রমিকও(Remuneration) নাকি কমেছে বলে জানা গেছে। প্রায় তিন মাসের বেশি অর্থাৎ ১৫ সপ্তাহের জন্য তিনি নাকি নিচ্ছেন প্রায় ১২০-১৫০ কোটি টাকা। যেখানে ‘বিগ বস ১৮’ এর জন্য তিনি নিয়েছিলেন ২৫০ কোটি এবং ‘বিগ বস ১৭’ এর জন্য তিনি নিয়েছিলেন ২০০ কোটি টাকা। যদিও এই শুট ছিল সম্পূর্ণভাবে টিভি দর্শকদের জন্য। অন্যদিকে বিগ বস ‘ওটি টি ২’ (Big Boss OTT2) তিনি পারিশ্রমিক নিয়েছিলেন ৯৬ কোটি টাকা।
এবার শো এর প্রোডাকশন বাজেট কিছুটা কম রাখার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ আগের মতো বিশাল জাঁকজমকপূর্ণ সেট রাখা হবে না। ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে এবারের অংশগ্রহণ করতে পারেন প্রায় ২০ জন সেলিব্রেটি। যদিও চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ হয়নি। যাদের নাম সম্ভাব্য তালিকায় রয়েছে তারা হলেন
গৌতমী কাপুর, গৌরব তানেজা, মিস্টার ফয়সু, ধনশ্রী বর্মা, ধীরজ ধূপার, আলিশা পানওয়ার, খুশি দুবে, অপূর্ব মুখিজা, পুরব ঝা, গৌরব খন্না, শ্রীরাম চন্দ্র, অর্শিফা খান এবং মিকি মেকওভার। তবে এখনও বিস্তারে চ্যানেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
দেখুন অন্য খবর: