মুম্বই: একসময় শরীরচর্চার অংশ হিসেবে বলিউড নায়ক সলমন খান নাকি ভোরের দিকে রাস্তায় সাইক্লিং করতেন। সঙ্গে থাকতো তার প্রিয় পোষ্য সারমেয়রা। এছাড়াও তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা তো থাকতই।কিন্তু লাগাতার প্রাণনাশের হুমকি পাওয়ার পর এখন চিত্রটা একেবারেই বদলে গেছে। সলমন আগে যেভাবে তার ঘনিষ্ঠদের দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকতেন এখন সে সুযোগ অনেকটাই কমে গেছে। বন্দুকধারী নিরাপত্তা রক্ষীদের সংখ্যা যথেষ্ট বেড়েছে। বলিউড নায়ককে সুরক্ষিত রাখতে দিনরাত এক করে ফেলছেন নিরাপত্তারক্ষীরা। আর সেই সঙ্গেই বেড়ে চলেছে তার প্রাণনাথ শেখ হুমকি। তার ফলেই সলমনের জীবনে এসেছে নানান পরিবর্তন।
বলিউডের ‘এলিজেবল ব্যাচেলার’ হিসেবে সলমনের পরিচয়।এখনও তিনি বিয়ে করেননি। প্রায় প্রতিনিয়ত হুমকি আর খুনের বার্তা পেয়ে কেমন আছেন ভাইজান! যা নিয়ে তার ভক্ত অনুরাগীরাও যথেষ্ট দুশ্চিন্তায় আছেন। এই অতিরিক্ত নিরাপত্তা সলমনের জীবনকেও অতিষ্ঠ করে তুলেছে।
আরও পড়ুন: Salman Khan | Karan Johar | Aditya Chopra | ভাইজানকে করণের ফোন
সম্প্রতি একটি হিন্দি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে ভাইজান এসব বিষয় নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছেন,’অতিরিক্ত নিরাপত্তার কারণে এখন আর আমি বাইসাইকেল চালাতে পারি না। এমনকি একা কোথাও যেতে পারি না। চারপাশে এত বডিগার্ড নিয়ে চলাফেরা করা মানে জীবনটা হয়তো সিকিওর থাকে কিন্তু অসুবিধে তো বটেই। বিশেষ করে আমি যখন কোথাও যাই, সঙ্গে এত সিকিউরিটির গাড়ি থাকে যে অন্যদের যথেষ্ট অসুবিধে হয়। তাঁরা আমার দিকে যেভাবে তাকান তাতে বোঝা যায় আমার অনুরাগীদের বেশ কষ্ট হয়। নিরাপত্তার কারণে ট্রাফিকের মধ্যে যানবাহন চলাচলে বেশ অসুবিধা হয়। কিন্তু বিপদ আছে বলেই এই নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন’। প্রসঙ্গত, নিজের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির প্রমোশন করতে গিয়েও নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে নায়ককে। বক্স অফিসে কেমন চমক দেখাতে পারিনি ভাইজানের এই ছবি।
এর আগে বহু বছর ধরেই নানান হুমকিতে সব সময় যে ভাইজান কর্ণপাত করেছেন তা নয়। কিন্তু বেশ কিছুদিন আগে লরেন্স বিষ্নোইয়ের তরফে আসা শেষ হুমকিতে সলমন খান এবং তাঁর পরিবার বেশ আতঙ্কিত।
এমন নিরাপত্তা বেষ্টনীতে থাকা সলমান সাম্প্রতিক এক বিস্ফোরক মন্তব্য করে ফেলেছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতে অনেক সমস্যা রয়েছে। কিন্তু দুবাইতে তিনি সম্পূর্ণ নিরাপদ। সেখানে কোন হুমকির ভয় নেই।নিরাপত্তা বাড়াতে সলমন দুবাই থেকে বিশেষ বুলেটপ্রুফ গাড়ি আনিয়েছেন।
প্রসঙ্গত, একের পর এক খুনের হুমকি পাওয়ার পর আপাতত সলমন খানকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছে মুম্বই পুলিশ।