২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় বলিউড ছবি সলমন খানের ‘নো এন্ট্রি’র সিক্যুয়াল তৈরির খবর আগেই প্রকাশিত হয়েছে। বলিউড সূত্রের খবর নতুন এই ছবির নাম দেওয়া হয়েছে ‘নো এন্ট্রি মে এন্ট্রি’। এই ছবিতে ভাইজান অর্থাৎ সালমানকে ঘিরে থাকবেন বলিউডের ১০ জন সুন্দরী নায়িকা। একটি বহুল প্রচলিত ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী এই ১০ জন অভিনেত্রী কোনও উঠতি নায়িকা নন, যথেষ্ট নামজাদা। ভাইজানের এই ছবিতে এই সমস্ত নামি নায়িকারাই কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। প্রসঙ্গত, ২০০৫ সালে মুক্তি পেয়েছিল ‘নো এন্ট্রি’ ছবিটি।এই ছবিতে ছিলেন তিনজন নায়ক। সালমানের পাশাপাশি দেখা গিয়েছিল অনিল কাপুর ও ফারদিন খানকে। ছবির সিক্যুয়ালেও তাঁরা থাকবেন। জানু যাচ্ছে প্রত্যেক নায়কের জন্য নাকি তিনজন করে নায়িকা থাকবেন। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী ছবিতে যারা নায়িকা হিসেবে ছিলেন হঠাৎ বিপাশা বসু, এশা দেওল, লারা দত্ত ও সেলিনা জেটলি-তারা কেউই নাকি এই সিক্যুয়ালে থাকবেন না। নতুন ছবির নায়িকা খোঁজা শুরু হয়েছে জোর কদমে। গোটা টিমকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এই ১০ নতুন হিরোইনের খোঁজে। এই কাজে নিজেও এগিয়ে এসেছেন সলমন। বছরের শেষ দিকে ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। বলিউড ভক্ত মহলে ‘নো এন্ট্রি’র সিক্যুয়াল নিয়ে উত্তেজনা যথেষ্ট তুঙ্গে। এই ধরনের কমেডি ছবিতে নায়িকাদের মধ্যে থাকতে হবে উপযুক্ত কমিক সেন্স এবং ডায়লগ ডেলিভারির ক্ষেত্রে টাইমিং।
Html code here! Replace this with any non empty text and that's it.