ওয়েব ডেস্ক: বলিউডের অন্যতম বিতর্কিত এবং জনপ্রিয় নায়ক সঞ্জয় দত্ত(Sanjay Dutt) ভক্তের সংখ্যা অসংখ্য। ১৩৫টিরও বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন।। এখনো তার জনপ্রিয়তা তাক লাগিয়ে দেবার মত। তার বৈচিত্র্যময় জীবনকে ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। মঙ্গলবার ছিল সঞ্জয়ের জন্মদিন। আজ জন্মদিন উপলক্ষে অভিনেতার স্ত্রী মান্যতা দত্ত(Manyata Dutt) নিজের জীবনের ‘সইয়ারা'(Saiyaara) কি বলে সঞ্জয় দত্তকে উল্লেখ করলেন। উঁচু আকাশে দলছুট তারাদের উর্দুতে ‘সইয়ারা’ বলে। দলছুট সেই তারার উজ্জ্বল আলোয় মান্যতা আলোকিত। তাই সঞ্জয় দত্তকে জন্মদিনে ‘সইয়ারা’ বলে অভিহিত করেছেন মান্যতা।
আরও পড়ুন:ইউটিউবে আসছে ‘সিতারে জমিন পর’
সারাদেশে রমরমিয়ে চলছে এখন আহান-অনিত(Ahan-Anit) এর এই নামের ছবি। সঞ্জয়ের মহিলা ফ্যানের সংখ্যা গোনা সম্ভব নয়। এমনকি সঞ্জয়ের নিজের কথাতেই তার গার্লফ্রেন্ডের সংখ্যা প্রায় একশ পেরিয়ে গেছে। কিন্তু এমন একজন মহিলা ভক্তের সন্ধান মিলেছিল যিনি প্রায় ৭২ কোটি টাকার সম্পত্তি সঞ্জয় দত্তের নামে মৃত্যুর আগে লিখে দিয়েছিলেন। ঘটনাটি ২০১৮ সালের। নিশা নামের সেই অনুরাগীর কাণ্ড জানতে পেরে হতবাক হয়ে গিয়েছিলেন সঞ্জয় দত্ত। ৬২ বছরের নিশা পাতিল(Nisha Patil) নামের ওই মহিলা ভক্ত মুম্বইয়ের বাসিন্দা ছিলেন। তিনি জটিল রোগে ভুগছিলেন। তাই মৃত্যুর আগে নিজের সমস্ত সম্পত্তি তিনি অভিনেতার নামে লিখে দিয়েছিলেন। এমনকি ব্যাংকে চিঠি পাঠিয়ে তিনি আর্জি জানিয়েছিলেন যে অভিনেতার ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত টাকা যেন পাঠিয়ে দেওয়া হয়।
পরবর্তীকালে সঞ্জয় দত্ত এই ঘটনা জানতে পেরে হতবাক হয়ে যান। যদিও কোটি কোটি টাকার অনুরাগীর এই সম্পত্তি নিয়ে সঞ্জয় নিজে কোন আগ্রহ দেখাননি। তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন ব্যক্তিগতভাবে তিনি মহিলাকে চেনেন না। সঞ্জয় দত্তর আইনজীবী ও এ ব্যাপারে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে ৭২ কোটি টাকার সম্পত্তি নেওয়ার কোন অভিপ্রায় অভিনেতার নেই।
সম্প্রতি এ প্রসঙ্গ তুলে একটি সাক্ষাৎকারে সঞ্জয়ের কাছে জানতে চাওয়া হয় যে এই বিপুল পরিমাণের টাকা নিয়ে তিনি কি করলেন! উত্তরে অভিনেতা বলেন গোটা সম্পত্তি তিনি আইনজীবীকে দিয়ে বিচার পরিবারের নামে করে দিয়েছিলেন।
দেখুন অন্য খবর: