ওয়েব ডেস্ক: বলিউড অভিনেতা সাইফ আলী খানের(Saif Ali Khan) কন্যা অভিনেত্রী সারা আলি খান(Sara Ali Khan) বলিউডে পা রেখে ইতিমধ্যেই যথেষ্ট খ্যাতি কুড়িয়েছেন। অভিনয় ছাড়াও ব্যক্তিগত কারণে অর্থাৎ বিভিন্ন তারকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনামে মাঝে মাঝেই উঠে আসেন। বলিউডে ‘কেদারনাথ'(Kedarnath) ছবির মাধ্যমে তার অভিষেক হয়। আর তারপর থেকেই তাকে নিয়ে নানান প্রেমের গুঞ্জন শোনা গেছে। বলিউডে পা রাখার কিছুদিনের মধ্যেই প্রয়াত সুশান্ত সিং রাজপুত(Late Sushant Singh Rajput) এবং কার্তিক আরিয়ানের(Kartik Aaryan)সঙ্গে সারার নাম জড়ায়।
আরও পড়ুন: দাদু কিশোর কুমারের জন্মদিনে বাবার সঙ্গে স্টেজে গান গাইবেন নাতনি মুক্তিকা!
এবার শোনা যাচ্ছে এক রাজনৈতিক নেতার ছেলের সঙ্গে নাকি তিনি সম্পর্কে জড়িয়েছেন(Relationship)। একটি ভাইরাল হওয়া ভিডিওতে সম্প্রতি দেখা যাচ্ছে গুরুদ্বার থেকে বেরিয়ে আসছেন সারা আলি খান। তার সঙ্গে রয়েছেন মডেল অর্জুন প্রতাপ সিং বাজওয়া(Arjun Pratap Bajwa)। ভিডিওটি নাকি দিল্লির একটি গুরুদ্বারে(Gurudwar) তোলা হয়েছে বলে জানা যাচ্ছে। সইফ আলী কন্যার পরনে ছিল সাদা রঙের প্লাজো স্যুট। মাথায় পরেছিলেন ওড়না। তার সঙ্গেই রয়েছেন অর্জুন। অর্জুন পরেছিলেন কালো ব্যাগি প্যান্ট ও কালো সাদা টি-শার্ট। মাথায় বাঁধা ছিল রুমাল। এই ভিডিও দেখার পর সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন আরো জোরদার হয়ে উঠেছে। দুই তারকার তরফ থেকে অবশ্য আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি। অর্জুন রাজনীতিবিদ ফাতেহ জং সিং বাজওয়ার পুত্র, যিনি পাঞ্জাবের ভারতীয় জনতা পার্টির সহ-সভাপতি।
দেখুন অন্য খবর: