Sunday, August 3, 2025
Homeদেশব্যবসায়িক চুক্তি ভঙ্গের কারণে শিল্পা শেঠীদের তিন লক্ষ টাকা জরিমানা করল সেবি

ব্যবসায়িক চুক্তি ভঙ্গের কারণে শিল্পা শেঠীদের তিন লক্ষ টাকা জরিমানা করল সেবি

Follow Us :

নয়াদিল্লি: ব্যবসায়িক চুক্তি ভঙ্গের কারণে ভিয়ান ইন্ডাস্ট্রিজ ও শিল্পা শেঠীদের তিন লক্ষ টাকা জরিমানা করল সেবি৷ ২০১৩-১৫ সালে বোম্বে স্টক একচেঞ্জ-র তালিকা ভুক্ত কোম্পানির লেনদেনের তদন্তে এই নির্দেশ পাশ হয়েছে৷

আরও পড়ুন- Exclusive: বাড়ছে দৈনিক সংক্রমণ, মাস্ক পরতে চাইছে না বাংলার বহু জেলা

শিল্পা এবং রিপু ভিয়ান ইন্ডাস্ট্রিজের প্রমোটার৷ ২০১৫-তে চার ব্যক্তিকে ৫ লক্ষ টাকার শেয়ার বিলি করেছিল ভিয়ান ইন্ডাস্ট্রিজ। শেয়ার বিলির ক্ষেত্রে নিয়মবিরুদ্ধ কাজের অভিযোগ ওঠে রাজদের বিরুদ্ধে। তার পরই তদন্তে নামে সেবি। এক্ষেত্রে আইন অনুযায়ী তাঁদের লেনদেনের পরিমাণ দশ লক্ষ টাকা ছাড়িয়ে যায়৷ যা নির্দিষ্ট সময়ে নোটিশ আকারে প্রকাশ করার কথা ছিল৷ কিন্তু তা সময় মতো হয়নি৷

আরও পড়ুন- চতুর্থ স্তম্ভ: গ্রাফ নামছে, পতন অনিবার্য

সেবি-র এক কর্তা সুরেশ বি মেনন বলেন, পিআইটি আইন থাকা সত্ত্বেও নোটিশ প্রকাশে তিন বছর বিলম্ব করা হয়েছে৷ অতএব, এই ঘটনা ও পরিস্থিতি বিবেচনা করে নোটিশগুলির উপরে আর্থিক জরিমানা করা হয়েছে৷ ওই কোম্পানি ও পরিচালকদের জরিমানা করা হয়েছে৷ উল্লেখ, ভিয়ান ইন্ডাস্ট্রিজ আগে হিন্দুস্তান সেফটি গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে পরিচিত ছিল৷

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39