দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রামচরনের কোন এক অনুষ্ঠানে ভক্তদের সংখ্যা এতটাই বিপুল হয়েছিল যে সরকারকে তার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে হয়েছিল। কোন ম্যাজিকে রামচরণ এই ধরনের বিস্ময়কর জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন! এই মুহূর্তে তার ভক্তদের উত্তেজনা আসন্ন ছবি ‘ট্রিপল আর’ নিয়ে। যে ছবির প্রচারে চরম ব্যস্ত নায়ক। কয়েকদিন আগে তার প্রি-রিলিজ অনুষ্ঠানে হাজির হয়ে অভিনেতা হিসেবে সফল হওয়ার নেপথ্য কারণ শুনিয়েছেন। দক্ষিণের সুপারস্টার চিরঞ্জীবী-পুত্র রামচরণ বলেছেন,অভিনেতা হিসেবে সফল হতে গেলে অভিনয়-দক্ষতার চেয়েও বেশি জরুরি নিয়মানুবর্তিতা।একজন অভিনেতাকে সকাল সাতটায় সেট-এ উপস্থিত হতে হবে আর বাড়ি ফিরবেন শুধু ওয়ার্কআউট করার জন্য । এটা শুনতে একটু বিরক্তিকর মনে হলো একজন সফল অভিনেতাকে এই কাজটাই করতে হয়।রামচরণ আরো বলেন তার বাজা বাবা চিরঞ্জীবীর কাছ থেকেই তিনি এই নিয়মানুবর্তিতা শিখেছেন। রামচরণ অভিনীত উল্লেখযোগ্য ব্যবসাসফল ছবিগুলি হল ‘মাগাধীরা’, ‘রাঙ্গাস্থালাম’, ‘অরেঞ্জ’ ইত্যাদি।

সাক্ষাৎকারে অভিনেতা আরও জানিয়েছেন যে ব্যক্তি ডিসিপ্লিন মেনে চলেন তিনি অনেক প্রতিভাবান ব্যক্তির চেয়ে বেশি সফল হন।রামচরণ যখন তার অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন তখন তার বাবা এটাকে চোখে আঙ্গুল দিয়ে বিষয়টি দেখিয়ে দিয়েছিলেন। এই মুহূর্তে রামচরণ অভিনীত বহুল আলোচিত ছবি ‘ট্রিপল আর’। ছবিটি পরিচালনা করেছেন ‘বাহুবলি’ খ্যাত এস এস রাজমৌলি। এই ছবিতে রামচরনের সঙ্গে আরেকটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউডের অজয় দেবগন। আগামী এপ্রিল মাসে ছবিটি মুক্তি পেতে পারে।