এই মুহূর্তে বলিউডের সবচেয়ে চর্চিত ছবি ‘পাঠান'(Pathan)। এই ছবিতেই প্রধান চরিত্রে রয়েছেন শাহরুখ খান(Saha Rukh Khan) এবং দীপিকা পাড়ুকোন(Deepika Padukone)। প্রায় চার বছর বিরতির পর কিং খান(King Khan) বেশ কয়েকটি ছবি নিয়ে আবার পর্দায় ফিরতে চলেছেন। তার ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আশা করা যায়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং'(Besharam Rong)। মা নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছে। বিতর্ক(Controversy) পৌঁছেছে অন্য মাত্রায়।
জানা যাচ্ছে এই ছবিতে অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোন ১৫ কোটি টাকার বেশি নিয়েছেন। প্রসঙ্গত, এই মুহূর্তে দীপিকায় বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। অন্যদিকে ‘পাঠান’ ছবির জন্য বলিউড বাদশা শাহরুখ খান যে টাকা পেয়েছেন তা শুনলে চোখ কপালে উঠবে।
সূত্রের খবর কিং খান এই ছবির জন্য নাকি নিয়েছেন ১০০ কোটি টাকা। ছবির আরেক তারকা জন আব্রাহাম নিয়েছেন ২০কোটি টাকা। বেশরম রঙে খোলামেলা পোশাকে দীপিকা পাড়ুকোনকে শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠ নাচের দৃশ্যে দেখা গেছে। যা দেখার পর ছবি নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ যথেষ্ট চলেছে। অন্যদিকে নিন্দায় মুখর হয়েছে বেশ কিছু মানুষ। তাদের কাছে মনে হয়েছে এই দৃশ্যগুলি যথেষ্ট কুরুচিকর এবং অশ্লীল। যা নিয়ে তারা তৈরি করেছে যথেষ্ট বিতর্ক। দাবি তুলেছেন ছবি নিষিদ্ধ করার।