অবশেষে শ্যুটিংয়ে ফিরলেন বলিউড বাদশা শাহরুখ খান।ছেলে আরিয়ানের মাদককাণ্ডে গ্রেফতারির পর থেকে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন কিং খান।কিছুদিন আগেই জানা গিয়েছিল শ্যুটিংয়ে ফিরতে ইচ্ছুক বলিউড বাদশা।শীঘ্রই শুরু করে দেবেন ‘পাঠান’-এর শ্যুটিং,খবর মিলেছিল এমনটাই।তবে সূত্রের খবর,শাহরুখ শ্যুটিংয়ে ফিরেছেন ঠিকই, তবে ‘পাঠান’-এর শ্যুটিংয়ে যোগ দেন নি,পরিবর্তে শুরু করেছেন ‘টাইগার ৩’ র শ্যুটিং।সলমন খান-ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার থ্রি তে জাসুস টাইগারকে সাহায্য করতে অবতীর্ণ হবেন পাঠান শাহরুখ,তবে গোটা ছবিতে নয়,ক্যামিও রোলেই থাকবেন বাদশা খান,এমনটা জানা গিয়েছিল চলতি বছরের শুরুতেই।
শোনা যাচ্ছে, এখনই পুরদস্তুর শ্যুটিং শুরু করতে চাইছেন না অভিনেতা।আপাতত ১২ দিনের শর্ট সিডিউলেই সারবেন ‘টাইগার ৩’-র শ্যুটিং পর্ব।মুম্বইতে যশ রাজ স্টুডিওতেই চলছে ছবির শ্যুটিং।‘টাইগার ৩’ র শ্যুটিং শেষ করেই শাহরুখ পুরদমে শুরু করে দেবেন ‘পাঠান-‘এর শ্যুটিং।মুম্বইতে শ্যুটিং মিটিয়ে নায়িকা দীপিকা ও ভিলেন জনকে সঙ্গে নিয়ে নিয়ে রওনা দেবেন স্পেনের উদ্দেশ্যে।সেখানেই হবে পাঠান-এর বাকি শ্যুটিং পর্ব।