নতুন বছরের শুরুতেই করোনা সংক্রমণের জেরে ‘পাঠান’ ও ‘টাইগার ৩’ দুটি ছবিরই শ্যুটিং বন্ধ করার পরিকল্পনা করেছিলেন প্রযোজক আদিত্য চোপড়া।তবে বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে তাই দুটি ছবির শ্যুটিংই শুরু করার পরিকল্পনা করছেন যশ রাজ ফিল্মসের কর্ণধার।‘টাইগার ৩’-র শ্যুটিং যাত্রা প্রায় শেষের পথে, তবে ‘পাঠান’-এর শ্যুটিং এখনও বেশ খানিকটা বাকি রয়ে গিয়েছে তাই আগেভাগে এই স্পাই থ্রিলারের শ্যুটিং শুরু করতে চান প্রযোজক।তিন বছরেরও বেশি সময় মুক্তি পায়নি শাহরুখের নতুন ছবি।অবশ্য অভিনেতার হাতে রয়েছে আরও দুটি নতুন প্রজেক্ট।মুম্বইতে ‘পাঠান’-এর শ্যুটিং পর্বে কিং খানের সঙ্গে যোগ দিতে চলেছেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহামও।মুম্বইয়ের শ্যুটিং শেষ হলেই স্পেন রওনা দেবেন নায়ক-নায়িকা-ভিলেন।
কারণ ছবির বাকি শ্যুটিং সেখানেই করার পরিকল্পনা করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।মার্চের মধ্যে ‘পাঠান’-এর শ্যুটিং শেষ করতে চান শাহরুখ। তারপর দেশে ফিরেই শুরু হয়ে যাবে অ্যাটলি কুমার পরিচালিত লায়নের শ্যুটিং।সেই ছবিতেও একসঙ্গে দেখা যাবে শাহরুখ-দীপিকাকেই।এখানেই শেষ নয়,করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২০২২এর অনেকটা সময় শ্যুটিং ফ্লোরেই কাটাবেন কিং খান।অ্যাটলির ছবি শেষ করে যোগ দেবেন রাজকুমার হিরানির ছবির শ্যুটিংয়ে।ছবিতে তাপসী পান্নুর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিপাড়ার বাজিগর।অবশ্য এখনই এতকিছু ভাবছেন না বাদশা খানের ভক্তরা। তাঁদের নজরে রয়েছে সুপারস্টারের আগামী ছবি ‘পাঠান’-এর দিকেই।এখন কবে ছবির শ্যুটিং শেষ হয়, এবং ‘পাঠান’-এর মুক্তি নিয়ে সুসংবাদ শোনান আদিত্য চোপড়া সেটাই দেখার।