Sunday, July 27, 2025
Homeবিনোদনঅস্কারের মঞ্চে কিং খানের 'ডাঙ্কি'!

অস্কারের মঞ্চে কিং খানের ‘ডাঙ্কি’!

২৩ তম দিনে 'ডাঙ্কি'-র মোট আয় ২২২.৪২ কোটি টাকা

Follow Us :

মুম্বই: দীর্ঘ বিরতির পর, ২০২৩-এ প্রথমে ‘পাঠান’, তারপর ‘জওয়ান’ এবং বছর শেষে ‘ডাঙ্কি’ (Dunki) দিয়ে অনুরাগীদের চমকে দেন বলিউড বাদশা। সাম্প্রতিক রিপোর্ট বলছে, মুক্তির ২৩ তম দিনে ৫৫ লক্ষ টাকা আয় করেছে ‘ডাঙ্কি’। এই নিয়ে ২৩ তম দিনে ভারতীয় বাজারে ‘ডাঙ্কি’-র মোট আয় ২২২.৪২ কোটি টাকা। আন্তর্জাতিক বাজারে এই ছবির এখন পর্যন্ত মোট আয় ৪২০ কোটির গন্ডি পেরিয়েছে। রাজকুমার হিরানি (Rajkumar Hirani) পরিচালিত কমেডি ঘরানার এই ছবি নিয়ে শাহরুখ অনুরাগীদের মধ্যে প্রথম থেকেই বেশ উন্মাদনা দেখা গিয়েছে। 

প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই সমালোচনা-প্রশংসা দুটিই শোনা গিয়েছে। এরই মাঝে জনপ্রিয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, ছবিটি অস্কারের জন্য পাঠানো হতে পারে। তবে ভারতের মনোনীত ছবি হিসেবে এটি পাঠানো হবে নাকি কোনও বিশেষ বিভাগের জন্য ছবিটির মনোনয়ন জমা করা হবে তা এখনও স্পষ্ট নয়। এই ছবিটি অস্কারে (Academy Awards) পাঠানো হলে এ নিয়ে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত তিনটি ছবি অস্কারে পাঠানোর হ্যাটট্রিক সম্পূর্ণ হবে। এর আগে ২০০৪ সালে ‘স্বদেশ’ এবং ২০০৫ সালে ‘পহেলি’ ছবিটিও অস্কারের মনোনয়নের জন্য পাঠানো হয়েছিল।

আরও পড়ুন: ২৭ বছর পরে ফিরছে চিরঞ্জিৎ-ইন্দ্রাণী জুটি

প্রসঙ্গত, মুক্তির পর থেকেই প্রভাসের সালারের সাথে কিং খানের ডাঙ্কির জোর টক্কর দেখা যায়। ‘সালার’-এর বিশ্বব্য়াপী কালেকশন ৬৫০ কোটি ছাড়িয়েছে। সুতরাং বক্সঅফিসে প্রভাসের ‘সালার’(Salaar)-এর থেকে অনেকটাই পিছিয়ে শাহরুখের ‘ডাঙ্কি’। তবে ১২০ কোটি টাকা বাজেটের কিং খানের এই ছবি বিশ্বব্য়াপী ৪২২ কোটির বেশি কালেকশনের পরিপ্রেক্ষিতে, বক্স অফিসে (Boxoffice) ভালোই ব্যবসা করছে বলাই যায়।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39