Thursday, August 14, 2025
Homeবিনোদন'Pathan' Break 'Bahubali' Record: 'বাহুবলি'র রেকর্ড ভাঙল শাহরুখের 'পাঠান'

‘Pathan’ Break ‘Bahubali’ Record: ‘বাহুবলি’র রেকর্ড ভাঙল শাহরুখের ‘পাঠান’

Follow Us :

মুম্বই: ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময় ৩০০ কোটির ক্লাবে পা রাখার কৃতিত্ব অর্জন করেছিল প্রভাস অভিনীত ‘বাহুবলি ২’ (Bahubali2) ছবিটি। দশ দিনের মধ্যেই ছবিটি এই মাইলফলক স্পর্শ করে। এছাড়াও হিন্দি ভার্সনে (Hindi Version) শুধু ভারতে সবচেয়ে বেশি আয় করেছিল এই ছবিটি।
 শাহরুখ খান-দীপিকা (Shahrukh Khan-Deepika)অভিনীত ব্লকবাস্টার (Blockbuster) বলিউড ছবি ‘পাঠান’ (Pathan) সাত দিনেই ৩০০ কোটি টাকা অতিক্রম করে গিয়েছিল।

প্রসঙ্গত,দিন কয়েক আগে ভারতের সবচেয়ে বেশি আয় করা ছবির সর্বকালের রেকর্ডও তৈরি করে নিল পাঠান। ‘বাহুবলি ২’ এর রেকর্ড ভাঙার (Breaking Record)পর শাহরুখকে শুভেচ্ছা জানানো হয়েছে। দীর্ঘ কয়েক বছর পর শাহরুখ খানও এই সাফল্যকে দারুন ভাবে উপভোগ করেছেন। যেখানেই সুযোগ পাচ্ছেন দর্শক-অনুরাগীদের দফায় দফায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছেন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান।

আরোও পড়ুন:Bonny Sengupta ED Summoned: নিয়োগ দুর্নীতিতে এবার ইডি তলব করল অভিনেতা বনি সেনগুপ্তকে 

বুধবার এক টুইটে শাহরুখ খান লিখেছেন,”এটা শুধু ব্যবসায়িক বিষয় নয়। মানুষকে আনন্দ দেওয়া,বিনোদনের মধ্যে রাখা আমাদের কাজ। যারা ‘পাঠান’কে ভালবেসেছেন এবং এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরিশ্রমই ভরসা । তারই প্রমাণ ‘পাঠান’।
গত ২৫ শে জানুয়ারি মুক্তি পেয়েছে বিতর্কিত এই বলিউড ছবি ‘পাঠান’। ৪০ দিনের বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এই ছবি। ৪২ তম দিনে ভারতে এটি আয় করেছে ১ কোটি ২৫ লক্ষ টাকা। এ পর্যন্ত দেশে মোট আয় করেছে ৫৩৬ কোটি ৭৭ লক্ষ টাকা। আর সারা বিশ্বে মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৪০ কোটি টাকা।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে পাঠানসিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় মুক্তি পায় এটি। পাঠান। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। পাঠানসিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেনডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

RELATED ARTICLES

Most Popular