দুর্গাপুজো মানেই অনেক বাঙালির কাছে ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পরা। এই সময়ে অনেক সেলেবদের বেড়ানোর কথা জানা যায় স্যোশাল মিডিয়ার মাধ্যমে।
সুরকার শান্তনু মৈত্রের করা গান সকলেই পছন্দ করেন। তবে অনেকেই জানেনা শান্তনু মৈত্রের সঙ্গীতের পাশাপাশি আরও একটি পছন্দের বিষয় হল মাউন্টেইনিয়ারিং।
মাঝে মধ্যেই ব্যাগ গুছিয়ে পাড়ি দেন পাহাড়ে। পাহাড়ের প্রতি বাঁকে মনোরম প্রকৃতির কোলে সময় কাটান। নদী ,ঝর্নার সুর মনের মধ্যে নিয়ে ফেরেন সমতলে তবে এবার তিনি দেরাদূন এর পথে বেড়িয়ে পড়েছেন তাও আবার সাইকেলে। গঙ্গোত্রী ধরে সাইকেলে করে পাহাড়ের বিভিন্ন বাঁক ধরে এগিয়ে চলেছেন এবং সেখানকার নানা প্রাকৃতিক দৃশ্যর ছবি নিজের মুঠোফোন ধরে নিজের সোশ্যাল মিডিয়ার ফ্যানদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। গঙ্গার ছবি শেয়ার করে মহালয়ার শুভেচ্ছাও জানিয়েছেন সুরকার শান্তনু মৈত্র।
সাইকেলে শান্তনুর গঙ্গোত্রী
Follow Us :