কলকাতা: রবিবার থেকে গোটা বাংলার রাস্তাঘাট থেকে শুরু করে তৃণমূলের পতাকা(TMC flags) লাগানো বাস-গাড়ি-বাইকে ছয়লাপ। উদ্দেশ্য ২১ জুলাইয়ের শহীদ দিবস পালন(21 july martyrs day rally)।
এবার সেই মিছিলে মমতার পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের ‘কিং খান'(King Khan) অর্থাৎ ‘শাহরুখ খান'(Sharukh Khan)। আসলে তিনি শাহরুখের হামসকল। বীরভূম থেকে তৃণমূল কর্মীদের সঙ্গে এসেছেন তিনি। এটাই তার পেশা। নকল শাহরুখ তিনি দর্শকদের মনোরঞ্জন করেন।
আরও পড়ুন:অম্বরীশকে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বললেন,’আমার পছন্দের নায়ক তো তুমি..’
যা দেখে তৃণমূল কর্মীরা(TMC workers) প্রথমে হকচকিয়ে গিয়েছিলেন। তারা ভেবেছিলেন তাদের নেত্রী মমতা ব্যানার্জির(Chief Minister Mamata Bannerjee) পাশে শাহরুখ খানকে(Sharukh Khan) অনেকবারই দেখা গেছে। এবার কি তাহলে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানাতে ‘বাদশা'(Badsha) দিদির মঞ্চে এলেন! শুধু শাহরুখ নয়, মিছিলে অন্য একজনকে দেখা গেল চার্লি চ্যাপলিনের বেশে(Charlie Chaplin)।
শাহরুখের হামসকল বললেন, একুশে জুলাই এর সমাবেশে আসার কারণ দলকে সমর্থন জানানো। ইচ্ছে প্রকাশ করলেন নেত্রী মমতার সঙ্গে ভিডিও বানানোর। যাতে মানুষ তার কথা জানতে পারে।
শহরের বিভিন্ন রাস্তা দিয়ে মিছিল আসছে ধর্মতলায়। রয়েছে করা পুলিশি প্রহরা।
তারই মধ্যে একটি মিছিলে বীরভূমের ‘শাহরুখ খান’ আবার অন্য মিছিলে ‘চার্লি চ্যাপলিন’।
দেখুন অন্য খবর: