দীর্ঘদিন পর রূপোলি পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। সৌজন্যে, প্রিয়দর্শনের নতুন কমেডি ফিল্ম ‘হাঙ্গামা ২’।মুক্তির আগে পুরোদমে ছবির প্রচারে নেমে পড়েছেন শিল্পা।করোনাকালে আউটডোরে গিয়ে ছবির প্রমোশন নৈব নৈব চ।তাই সোশ্যাল মিডিয়াতেই ‘হাঙ্গামা ২’এর প্রমোশন সারছেন বাজিগরের অভিনেত্রী।নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবির প্রমোশনে বেশ কিছু ইয়েলো ড্রেসে ছবি শেয়ার করেছেন শিল্পা।শোনা যাচ্ছে,নায়িকার এই পোশাকের দাম খুব বেশি নয়,মাত্র ১লক্ষ ৪০হাজারের মতো।শুধুমাত্র ছবির প্রচারের জন্যই ইয়েলো ড্রেসটি কিনেছেন শিল্পা শেট্টি।
নাইনটিজের বহু সুপারহিট ছবির এই নায়িকা একসময় নিজের ফ্যাশনেবল ইমেজের জন্যই বিশেষভাবে পরিচিত ছিলেন।নায়িকাকে শেষবার ফিল্মে দেখা গিয়েছে ২০০৭ সালে,’আপনে’ ছবিতে।এরপর বেশ কিছু ছবিতে আইটেম ড্যান্সে কিংবা ক্যামিও রোলে থাকলেও দীর্ঘদিন ধরেই গোটা ছবি জুড়ে ছিলেন না শিল্পা।তবে রিয়েলিটি শোয়ের মঞ্চে নিয়মিত মুখ তিনি।তাই হাঙ্গামা ২ নিয়ে রীতিমতো আশাবাদি শিল্পা শেট্টি।ছবি যে দারুণ মজাদার হতে চলেছে সেটা কিন্তু ট্রেলার দেখেই বোঝা গিয়েছে।ছবিতে পরেশ রাওয়ালের সঙ্গে জুটি বেঁধেছেন শিল্পা শেট্টি। অসমবয়সী স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁদের।পাশাপাশি ছবিতে রয়েছেন মিজান জাফরি-প্রনিতা সুভাস জুটিও।রয়েছেন জনি লিভার,রাজপাল যাদব।ইতিমধ্যেই কিন্তু ছবি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের।‘হাঙ্গামা ২’এর হাত ধরে শিল্পা শেট্টি ফের স্বমহিমায় কামব্যাক করতে পারেন কিনা এখন সেটাই দেখার।