পরিচালক লভ রঞ্জনের রোম্যান্টিক কমেডি ছবি নিয়ে বলিপাড়ায় জল্পনা রয়েছে তুঙ্গে।ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর।পাশাপাশি দেখা যাবে বনি কাপুর ও ডিম্পল কাপাডিয়াকেও।২০২১এর শুরুতে এই মাল্টিস্টারার রোম্যান্টিক কমেডির শ্যুটিং শুরু হলেও এখনও তা শেষ করতে পারেননি পরিচালক। কিছুদিন আগেই বান্ধবী আলিশা বৈদের সঙ্গে বিয়ে সেরেছেন তিনি।বিয়ের পরই রণবীর-শ্রদ্ধাকে নিয়ে ছবির শেষ পর্বের শ্যুটিং শুরু করবেন লভ রঞ্জন,এমনটা জানা গিয়েছিল আগেই।অবশেষে মঙ্গলবার থেকেই মুম্বইতে শুরু হয়ে গেল ছবির শ্যুটিং।শোনা যাচ্ছে আগামী বেশ কিছুদিন এই ছবির সেটেই কাটাবেন রণবীর,শ্রদ্ধা কাপুররা।ছবির অন্তিম পর্বের শ্যুটিং অন্য কোনও শহরে করতে চান লভ রঞ্জন।তবে কোথায় সেই শ্যুটিং করবেন পরিচালক সেই নিয়ে রীতিমতো ধোঁয়াশা রয়েছে।আগামী বছরই মুক্তি পাবে এই দুর্দান্ত রোম্যান্টিক কমেডি ফিল্ম।
Html code here! Replace this with any non empty text and that's it.