চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ম প্রায় খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী শ্রুতি হাসান। দক্ষিণী ছবির পাশাপাশি তিনি বলেন সুনাম অর্জন করেছেন। তিনি কিংবদন্তি অভিনেতা কমল হাসানের কন্যা। শ্রুতির প্রেম এবং বিয়ে নিয়ে আরেকবার গুঞ্জন উঠেছে। মাইকেল করসেল নামে এক ব্রিটিশ যুবকের সঙ্গে তিনি একসময় সম্পর্কে জড়িয়ে ছিলেন। গত বছরের শুরুর দিকে অবশ্য সে সম্পর্কে শ্রুতি ইতি টানেন। তারপর দিল্লির আর্টিস্ট শান্তনু হাজারিকার সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রুতি। প্রথমদিকে তা নিয়ে কেউ মুখ খুলতে না চাইলেও এখন দুজনেই সম্পর্কের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। এখন বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি শ্রুতি- শান্তনু বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। কিন্তু এই গুঞ্জন কতটা সত্যি! একটি বহুল প্রচারিত ইংরেজি দৈনিকের শ্রুতি কথা বলতে গিয়ে জানিয়েছেন, ‘খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসার কোন পরিকল্পনা নেই। তবে কবে আমরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছি সে ব্যাপারে আমার কোন ধারণা নেই। কাজেই এখনই এ ব্যাপারে আমি সঠিক উত্তর দিতে পারবো না।’ অন্যদিকে কয়েক মাস আগে শ্রুতির সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে মুখ খুলেছিলেন শান্তনু হাজরা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন,’আমরা পরস্পরের জন্য অনুপ্রেরণা। আমাদের বন্ধন অনেক দৃঢ়। কারণ দুজনেই সৃষ্টিশীল বিষয়কে যথেষ্ট পছন্দ করি। কাজেই সৃষ্টি ছিল তার বিচারে আমরা কিন্তু বিবাহিত।’প্রসঙ্গত মাইকেল কসসালের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কিছুদিন অন্তরালে ছিলেন অভিনেত্রী শ্রুতি। তারপর প্লাস্টিক সার্জারি করে সংবাদের শিরোনামে আসেন। জানা যায় তিনি নাকে সার্জারি করিয়েছেন। যদিও শ্রুতি সেসময় বলেছিলেন প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলে তিনি প্রচার চাইছেন না। বর্তমানে শ্রুতির হাতে ‘সালার’ এবং ‘এনবিকে ১০৭’ ছবি দুটি রয়েছে। ‘সালার’ ছবিতে প্রভাসের সঙ্গে জুটি বেঁধে পর্দায় থাকবেন শ্রুতি। অন্যদিকে অ্যাকশন-ড্রামা ঘরানার অন্য ছবিটিতে নান্দামুড়ি বালাকৃষ্ণার সঙ্গে থাকবেন শ্রুতি।
Html code here! Replace this with any non empty text and that's it.