কলকাতা: ব্যবধান মাত্র এক বছরের। গতবছরই মুক্তি পায় বাংলাদেশের (Bangladesh) রূপকার বঙ্গবন্ধু মুজিবর রহমানের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতে তৈরি ‘মুজিব: দ্য মেকিং অফ অ্যা নেশন (Mujib The Making of a Nation)’ সিনেমা। এবছর মুজিবর রহমানের মূর্তির উপর চড়ে বাংলাদেশবাসীর পদদলিত করার অকল্পনীয় দৃশ্য দেখেছে দুনিয়া। তাঁর কন্যা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) দেশ ছেড়ে পালিয়ে আসতে হয়েছে ভারতে। ঘটনাচক্রে তাঁর সাড়ে চার মাসের মধ্যে সোমবার প্রয়াত হলেন ‘মুজিব: দ্য মেকিং অফ অ্যা নেশন’-এর কিংবদন্তী পরিচালক শ্যাম বেনেগাল(Shyam Benegal)। এটিই তাঁর পরিচালিত শেষ সিনেমা। এই সিনেমা ভারত ও বাংলাদেশ মিলে তৈরি হয়েছিল। ঘটনাক্রমে গত পাঁচ অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসার পর ভারত বিদ্বেষী স্বর জোরালো হয়েছে পড়শি দেশে।
শেখ মুজিবর রহমানের জীবন নিয়ে ২০২৩ সালে মুক্তি পায় ওই সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অফ অ্যা নেশন’ (মুজিব একটি জাতির রূপকার)। এটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনা। মূল চরিত্রে অভিনয় করেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ। ২০২০ সালের ১৮ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে ওই সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে মুক্তি পিছিয়ে যায়। সিনেমার প্লটে দেখানো হয়েছে, ১৯৭২ সালের ১০ জানুয়ারি মুজিবর পাকিস্তান জেল থেকে ছাড়া পেয়ে বাংলাদেশে ফিরে এসেছেন। নতুন জন্ম হওয়া বাংলাদেশের পুনর্গঠনের জন্য জলদগম্ভীর কণ্ঠে ঐতিহাসিক বক্তৃতা করছেন। এই সিনেমা ২০২৩ সালের ১৮ অক্টোবর মুক্তি পায়। বাংলাদেশে বক্স অফিসের রেকর্ড ভেঙে দেয়। বাংলা ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি পায় এই সিনেমা।
আরও পড়ুন: প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগাল
এই চলচ্চিত্র নির্মাণের বিষয়ে ‘নেতাজি সুভাষচন্দ্র বোস: দ্য ফরগটেন হিরোর’ পরিচালক বেনেগাল বলেছিলেন, এই সিনেমা তৈরি করা খুব উপভোগ করেছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী (সেই সময়ের প্রধানমন্ত্রী) শেখ হাসিনার এই সিনেমা ভালো লেগেছে। এতে আমি সম্মানিত।
দেখুন অন্য খবর: