রাকেশ শর্মার বায়োপিক ‘সারে জাঁহা সে আচ্ছা’ নিয়ে বড় খবর শোনালেন প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুর। প্রখ্যাত মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিক নিয়ে টিনসেল টাউনে জল্পনা দীর্ঘদিনের। বলিপাড়ায় একসময় শোনা গিয়েছিল পর্দার রাকেশ শর্মা হতে চলেছেন শাহরুখ খান।জল্পনায় উঠে এসেছিল আমির খান,রণবীর কাপুর,ভিকি কৌশল,ফারহান আখতারদের নাম।একসময় খবর ছিল রাকেশ শর্মার বায়োপিকে কাজ করবেন সুশান্ত সিং রাজপুতই।তবে অভিনেতার অকাল প্রয়াণের পর সে জল্পনায় ইতি ঘটেছে।শেষ পর্যন্ত কার ভাগ্যে শিঁকে ছিড়ল তা নিয়ে কোন খবরই মিলছিল না।কে হতে চলেছেন পর্দার রাকেশ শর্মা সদ্যই তা জানিয়েছেন ছবির অন্যতম প্রযোজক তথা বিদ্যা বালনের স্বামী সিদ্ধার্থ রয় কাপুর। তিনি জানিয়েছেন,বলিউডের অনেক তারকার নাম আলোচনায় উঠে এলেও শেষ পর্যন্ত রাকেশ শর্মার ভূমিকায় ফারহান আখতারকেই বেছে নিয়েছেন তারা।
তাঁদের মনে হয়েছে পর্দার রাকেশ শর্মা হিসেবে ফারহানই একমাত্র পারফেক্ট।এর আগেই মিলখা সিংয়ের চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন অভিনেতা।সেটাও মাথায় রেখে ফারহানকে কাস্টিং করেছেন তাঁরা।তবে রাকেশ শর্মার বায়োপিক নিয়ে এখনই আর কোন ঘোষণা করবেন না বলে জানালেন সিদ্ধার্থ রয় কাপুর।একেবারে শ্যুটিং শুরুর দিনই ছবি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রযোজক।কিন্তু কবে শুরু হবে রাকেশ শর্মা-র বায়োপিকের শ্যুটিং?একবাক্যে সিদ্ধার্থ জানালেন,খুব শীঘ্রই।