শাহিদ কাপুর অভিনীত জনপ্রিয় ‘কবীর সিং’ ছবিতে ‘বেখেয়ালি..’ গানটি গেয়ে সংগীতশিল্পী ধ্বনী ভানুশালি যথেষ্ট নজর কেড়েছিলেন। তারপর বেশ কিছু জনপ্রিয় ছবিতে তিনি প্লেব্যাক করেছিলেন। দেখতে সুন্দর এই গায়িকা এবার বলিউড ছবিতে অভিনেত্রী হিসেবে অভিষেক হবে গায়িকার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমটি জানিয়েছেন যে ধ্বনী পর্দায় বড় লঞ্চ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে তিনি অভিনয়ের বিভিন্ন কৌশলগত দিক শিখছেন। সম্ভবত তাকে তার বাবা বিনোদ ভানুশালি লঞ্চ করবেন। তিনি t-series দীর্ঘ ২৭ বছর কাজ করার পর নিজেই একটি প্রোডাকশন হাউজ চালু করেছেন। যেটির নাম ‘ভানুশালি স্টুডিও লিমিটেড’। এই প্রোডাকশন হাউজের দুটি ছবিতে যথাক্রমে নওয়াজউদ্দিন সিদ্দিকী ও নুসরাত ভারুচা কাজ করার কথা।। প্রসঙ্গত, ধ্বনী ভানুশালি সম্প্রতি নামজাদা সঙ্গীত পরিচালক যুবন শংকর রাজার সঙ্গে একটি দ্বিভাষিক গান গেয়েছেন। এটি হিন্দি এবং তামিল ভাষায়।মাত্র ২২ বছর বয়সে ধবনী ভানুশালী সবচেয়ে কম সময়ে ইউটিউবে ১ বিলিয়ন ভিউ কুড়োলেন ধ্বনি। তিনিই ভারতের কনিষ্ঠতম সঙ্গীত শিল্পী হিসেবে প্রথম এই রেকর্ড গড়লেন।
২০১৯ সালে তার গাওয়া ‘ভাস্তে’ গানের জন্যই তার মুকুটে জুড়লো এই নতুন পালক।‘ভাস্তে’ গানটি গতবছর টিসিরিজের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছিল। এই গানে ধ্বনির সঙ্গে গলা দিয়েছিলেন নিখিল ডি’সুজা। গানটি প্রকাশ পেতেই শ্রোতাদের মন জিতে নিয়েছিল এই গান। আরাফাত মেহমুদের কথায় এই গানটির কম্পোজিশন করেছিলেন তানিশক বাগচী। সম্প্রতি বিশ্বের সেরা ১০ জনপ্রিয় গানের তালিকাতেও জায়গা করে নিয়েছে এই গান।এহেন সাফল্যের পর নিজের ইন্সটা হ্যান্ডেল থেকে খুশির খবর জানিয়ে পোস্ট করেন ধ্বনি। সাথে ১ লেখা একটি বেলুন ধরে খুশির ছবিও পোস্ট করতে দেখা যায় তাকে। বলিউডের এক ঝাঁক নতুন প্রজন্মের প্লেব্যাক গায়ক-গায়িকাদের একেবারেই প্রথম সারিতে রয়েছেন ধ্বনি ভানুশালি। ‘লেজা লেজা রে’ অথবা ‘দিলবর’- গানের মধ্য দিয়েও শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন এই সুন্দরী গায়িকা। গানের পাশাপাশি এবার তাকে দেখা যাবে পর্দায়।