মুম্বই : রুহ বাবাকে(Rooh Baba) ভয় পাচ্ছেন বাজিরাও সিংহম(Bajirao Singham)।তাই আগেভাগেই মুক্তি চলেছে সিংহম ফ্র্যাঞ্চাইজির(Singham Franchise) তৃতীয় ছবি সিংহম এগেইন(Singham Again)।কিছুদিনের মধ্যেই অজয় দেবগণকে(Ajay Devgn) নিয়ে ময়দানে নেমে পরবেন পরিচালক রোহিত শেট্টি(Rohit Shetty)।শুরু হয়ে যাবে সিংহম এগেইন-এর শ্যুটিং।অজয় দেবগণের সঙ্গে ছবিতে লেডি সিংহমের(Lady Singham) চরিত্রে নজর কাড়বেন অভিনেত্রী দীপিকা পাডুকোন(Deepika Padukone)।ক্যামিও রোলে দেখা যাবে ‘সূর্যবংশী’ অক্ষয় কুমার(Akshay Kumar) এবং ‘সিম্বা’ রণভীর সিংকে(Ranveer Singh)।রোহিত শেট্টির পরিচালনায় একের পর এক কপ থ্রিলার ফিল্ম ভাল ব্যবসা করেছে বক্সঅফিসে।সিংহম এগেইন নিয়েও ভক্তদের উন্মাদনা তুঙ্গে।তবু ছবির সাফল্য নিয়ে দোলাচলে রয়েছেন পরিচালক।কারণ,রোহিতের আগের ছবি সার্কাস(Cirkus) বক্সঅফিসে মোটেও ভাল ব্যবসা করেনি।এমনকি গত বছরের অন্যতম খারাপ ফিল্মের তালিকায় নাম লিখিয়েছে সার্কাস।তাই সিংহম এগেই নিয়ে কোনওরকম রিক্স নিতে রাজি নন রোহিত শেট্টি।
কিছুদিন আগেই জানা গিয়েছিল ২০২৪সালের দিওয়ালিতে ছবি মুক্তির দিনক্ষণ ঠিক করে ফেলেছেন রোহিত ও অজয়(Rohit Shetty & Ajay Devgn)।তবে ওই একইসঙ্গে মুক্তি পাওয়ার কথা কার্তিক আরিয়ান(Kartick Aaryan) অভিনীত ভুল ভুলাইয়া ৩(Bhool Bhulaiya 3)।অনীশ বাজমির(Anees Bazmee) পরিচালনায় হরর কমেডি ফিল্মে(Horror Comedy Film) ফের জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবানি(Kiara Advani)।ইতিমধ্যেই ছবির ঘোষণা করে দিয়েছেন নির্মাতারা।সদ্যই বলিপাড়া সূত্রে জানা গিয়েছে,ভুল ভুলাইয়া ৩-র সঙ্গে টক্করে যেতে নারাজ অজয়-রোহিতরা।তাই সিংহম এগেইন মুক্তির দিন এগিয়ে এনেছেন তাঁরা।দিওয়ালিতে নয়,আগামী বছর স্বাধীনতা দিবসে মুক্তি পাবে অজয়-দীপিকার জমজমাট কপ থ্রিলার ফিল্ম।যদিও এখনও এই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি পরিচালক রোহিত শেট্টি।