কলকাতা: পুজোর আড্ডা,খাওয়া, প্যান্ডেল হপিং-এরমধ্যেই অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়(Koushani Mukherjee) নিয়ে আসছেন তার নতুন গান ‘সিঙ্গেল লাইফ'(Pujo song ‘Single Life’)। চলতি মাসের শেষের দিকে এই ভিডিও অ্যালবামের শুটিং শুরু হবে। গানটি গেয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য(Ankita Bhattacharjee) এবং পরিচালনার দায়িত্বে থাকবেন করণ আরিয়ান(Karan Ariyan)। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে পরিচালক অংশুমান প্রত্যুষের(Creative director Anshuman Pratyush) নাম শোনা গেছে।
আরও পড়ুন:পুরনো জুটি, নতুন ভূমিকায়! ছোটপর্দায় ফিরছে ‘রাজা-দুষ্টু’
কৌশানির আগামী ছবি শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ ২'(Raktabeej 2) । পরিচালকের ‘রক্তবীজ’ ছবিতে অভিনয় করে তিনি যথেষ্ট খ্যাতি পেয়েছিলেন। অভিনেত্রী কৌশানী পুজোর এই গান নিয়ে যথেষ্ট আশাবাদী। তাঁর অনুরাগীরও পুজোয় কৌশানির এই নাচের গান জমে যাবে বলে ধারণা প্রকাশ করেছে। কৌশানী বলেছে, পুজোর সবচেয়ে বড় গান হতে চলেছে ‘সিঙ্গেল লাইফ’।
অভিনেত্রী বিশ্বাস দর্শক-শ্রোতাদের মন কেড়ে নেবে তার এই নাচের গান। প্রসঙ্গত, এবছর সৃজিত মুখার্জির ‘কিলবিল সোসাইটি’ ছবিটিতে অভিনয় করে কৌশানি যথেষ্ট নজর করেছেন।
দেখুন অন্য খবর: