Tuesday, August 5, 2025
Homeবিনোদনসোনম কাপুরের স্বামীর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

সোনম কাপুরের স্বামীর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

Follow Us :

 সোনম কাপুরের স্বামীর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ উঠল। দিল্লিবাসী আনান্দ খ্যাতনামা জুতোর ব্র্যান্ড এর মালিক। সোনমের স্বামী অবশ্য এই কর ফাঁকির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে জাল নথি দিয়ে কর ফাঁকির অভিযোগ তুলেছে একটি আন্তর্জাতিক সংস্থা। আনন্দ আহুজার একটি টুইটকে নিয়ে বিতর্কের সূত্রপাত। গত জানুয়ারি মাসের শেষের দিকে ওই আন্তর্জাতিক শিপিং সংস্থার বিরুদ্ধে টুইটারের হ্যান্ডেল এ ক্ষোভ উগরে দিয়েছিলেন আনন্দ। তিনি লিখেছিলেন,’সম্প্রতি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল আমাকে। ওই সংস্থা আমার ব্র্যান্ডের পণ্য অবৈধভাবে আটকে রেখেছে। অকারনে বৈধ কাগজপত্র নিতে অস্বীকার করছে’। এমনকি স্বামীর টুইট কে সমর্থন করে সনাম কাপুর নিজেও লিখেছিলেন, ‘এদের কাস্টমার সার্ভিস সত্যিই ভয়ঙ্করভাবে নির্লজ্জ’। সোনমের টুইট দেখে নড়েচড়ে বসেন ওই আন্তর্জাতিক শিপিং সংস্থার কর্তাব্যক্তিরা। সংস্থার পক্ষ থেকে পাল্টা অভিযোগ জানানো হয় যে আনন্দ জাল নথিপত্র জমা দিয়েছিলেন। তুই কে ঐ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল আহুজা পণ্যের দাম ভুল বসিয়েছেন যাতে কর ফাঁকি দেওয়া যায়। প্রোডাক্ট এর দাম ৯০ শতাংশ কম দেখানো হয়েছে’। এরপরই পাল্টা টুইটে আনন্দ লেখেন,’ওই আন্তর্জাতিক সংস্থায় ব্যাংকের সমস্ত রশিদ বাতিল করেছে যাতে পণ্য দেরি করে পৌঁছয় এবং বেশি করে জরিমানা আদায় করা যায়’। এরপর ওই শিপিং সংস্থার সঙ্গে সমস্ত রকম চুক্তি বাতিল করে দেয় আনন্দ আহুজা। প্রসঙ্গত, ২০১৮ সালে আনন্ত আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর সোনাম অভিনয়ের পাশাপাশি চুটিয়ে সংসার করছিলেন। কখনো লন্ডনে আবার কখনো দিল্লিতে কাটাচ্ছিলেন তিনি। সোনমের আগামী ছবি ‘ব্লাইন্ড’।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39