বিভিন্ন সময়ে একাধিক মিউজিক রিয়েলিটি শোয়ের বিচারক ছিলেন বলিউড গায়ক সনু নিগাম। হঠাৎই সেসব ছেড়ে দিয়েছেন। রিয়েলিটি শো এর সংখ্যা বৃদ্ধি পেল সনুকে আর সেই সমস্ত শোতে দেখা যায় না। কিন্তু কেন! হঠাৎ কি এমন হলো যে সনু কে আর কোন মিউজিক রিয়েলিটি শোতে দেখা যাচ্ছে না। সনু নিজেই তার উত্তরে জানিয়েছেন যে বিচারকদের যে ফরমেট মেনে কাজ করতে বলা হচ্ছিল তা তার পক্ষে করা সম্ভব হয়ে উঠছিল না। একজন প্রতিযোগী অতিরিক্ত প্রশংসা করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাঁর কথায়, হিন্দি রিয়েলিটি-শো ওগুলোর কর্তৃপক্ষরা আজকাল বলেন প্রতিযোগীদের গানের প্রশংসা করতে হবে। এমনকি যদি তারা খারাপ গান গায় তা হলেও তাদের প্রশংসা করতে হবে। এটা সোনার মত গায়ক এর পক্ষে সম্ভব নয় তা তিনি স্পষ্ট জানিয়েছেন। আর এ কারণে হিন্দি রিয়েলিটি-শো তিনি ছেড়ে দিয়েছেন। অনেক প্রথম সারির রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করেছেন সনু নিগাম। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথাই বলেছেন জনপ্রিয় গায়ক। বর্তমানে বাংলায় একটি রিয়েলিটি শো’র বিচারক হয়েছেন তিনি। ‘সুপার সিঙ্গার সিজন ৩’ । যেখানে তাঁকে কুমার শানু ও কৌশিকী চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে।
ভার্চুয়াল সাক্ষাৎকারে জানিয়েছেন কেন তিনি হিন্দি রিয়েলিটি-শো ছেড়ে বাংলায় বিচারকের আসনে বসছেন। ‘ইন্ডিয়ান আইডল’ থেকে শুরু করে ‘সারেগামাপা’র মত জনপ্রিয় শো হোস্ট করেছেন সনু। তিনি জানিয়েছেন বাংলা এই গানের রিয়েলিটি শো’র অফার পাওয়া মাত্রই আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। সত্যি কথা বলতে হিন্দি সং গুলোতে অকারণে প্রশংসা করে করে আমি ক্লান্ত হয়ে গেছি। এখন আর শুধু টাকার জন্য মিথ্যা প্রশংসা করা মানায় না। তাই হিন্দি রিয়েলিটি-শোগুলোতে আমি যেতে আর রাজি হইনি। প্রসঙ্গত, শুধু সনুনীগম নয় গতবছর কিশোর পুত্র গায়ক অমিত কুমার এই একই অভিযোগ তুলেছিলেন ‘ইন্ডিয়ান আইডল’ এর বিরুদ্ধে। তিনিও জানিয়েছিলেন, শুধু টাকার জন্য এই সোহেল প্রতিযোগীদের কিছু কিছু খারাপ গানের প্রশংসা করেছি। মাঝে মাঝে মনে হচ্ছিল শো ছেড়ে বেরিয়ে চলে যাই। সনু আরো বলেন, ১২ বছর আগে যখন একটা শো হোস্ট করেছিলাম তখন এই কনসেপ্টটা একেবারে নতুন ছিল। তারপর অবশ্য একাধিক শোতে আমি অংশগ্রহণ করেছি। কিন্তু এখন নতুন কোন অফার এলে আমি ফিরিয়ে দিই।