সব সময়ে প্রশস্তি নয়, কখনও কখনও শাসনও দরকার। রিয়েলিটি শো-এর প্রতিযোগীদের সম্পর্কে এমনটাই মনে করেন সোনু নিগম। রিয়েলিটি শো-এর বিচারক এবং প্রতিযোগীদের সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল সোনুকে। উত্তরে সোনু বলেন, রিয়েলিটি শো-এর প্রতিযোগীরা যে ট্যালেন্টেড সে বিষয়ে কোনও সন্দেহই নেই। তবে তারা যে সব সময় সব কিছু ঠিক করেন এমনটাও কিন্তু নয়। ভুল থাকবেই। আর বিচারকদের উচিত সেই ভুলগুলোই শুধরে দেওয়া । অকারণে প্রতিযোগীদের প্রশংসা করার কোনও দরকার নেই বলেই মনে করেন সোনু।
সোনুর মতে, অকারণ প্রশংসায় প্রতিযোগীদের সমস্যা বাড়ছে। তারা ঠিককে ঠিক, ভুলকে ভুল বলে স্বীকার করতে শিখছেন না। সোনুর মতে, রিয়েলিটি শো-এর মঞ্চে প্রতিযোগীরা যদি কোনও ভুল করেন এবং পরবর্তী সময়ে বিচারকদের ভুল সংশোধনের পর প্রতিযোগীরা যদি ঠিক করে সেই গানটিই আবার গাইতে পারেন তবে শো-এর নাটকীয়তা অনেকটা বাড়বে। শ্রোতাদের হৃদয় স্পর্শ করবে রিয়েলিটির মঞ্চ।
দীর্ঘ দিন বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন সোনু। শ্রোতাদের মন দারুণ বোঝেন তিনি। এতদিন বলিউডে থাকার পর একটা সার কথা বুঝেছেন তিনি, তা হল বিচারের আসল জায়গা শ্রোতাদের মন। বিচারকরা যাই বলুন না কেন, শ্রোতারাই আসল। প্রতিযোগীদের একমাত্র খাঁটি ভালবাসতে পারেন জনতা জনার্দনও। এখানে কোনও ফাঁকি চলে না।
আপাতত আপকামিং বাংলা মিউজিক রিয়েলিটি শো সুপার সিঙ্গার- এর তৃতীয় সিজনে বিচারকের দায়িত্ব পালন করবেন সোনু।