ওয়েব ডেস্ক: জন্মদিনে(Birthday) আর একবার ‘মসিহা'(‘Messiah’) সোনু সুদে(Sanu Sood)র আর একবার মানবিক মুখ দেখতে পাওয়া গেল। জন্মদিনে ৫০০ জন প্রবীন নাগরিকের জন্য বৃদ্ধাশ্রমের(Oldage Home) ঘোষণা করলেন বলিউড অভিনেতা। গতকাল নিজের ৫২ বছরের জন্মদিন উদযাপন করেছেন তিনি।
প্রসঙ্গত, করোনা কালে হলিউডের এই অভিনেতা সামাজিক কাজে যে নজির বিহীন পদক্ষেপ নিয়েছিলেন তা এক দৃষ্টান্ত হয়ে আছে। সে কথা সকলেই জানেন। কখনো পরিযায়ী শ্রমিকদের ঘরের ফেরানোর জন্য কিংবা ছাত্র-ছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য তিনি ‘মসিহা’ হয়ে উঠেছিলেন করোনা কালে। রূপোলি পর্দার বাইরে সামাজিক কাজে বলিউডের সোনু সুদ বেশি চর্চিত। ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের দুবেলা অন্নসংস্থান করে দেওয়া থেকে শুরু করে অনাথ শিশুকে মাথা গোজার ঠাঁই করে দিয়েছেন কিংবা কারও পড়াশোনার ভার নিয়েছেন। দুস্থ শিশুদের জন্য গড়ে দিয়েছেন স্কুল।
আরও পড়ুন:ইনস্টাগ্রাম শিখছেন অমিতাভ বচ্চন!
সমাজসেবার ফাঁকে তিনি রাজনীতির ময়দানেও ডাক পেয়েছেন! তবে মন দিয়ে মানুষের সেবা করেছেন। ভোটের লড়াইয়ে নিজেকে সামিল করতে চাননি।
এবার জন্মদিনে ‘রিটার্ন গিফট’ এবার হিসেবে সোনু সুদ ৫০০ প্রবীণ নাগরিকদের জন্য গড়ে তুললেন এক বৃদ্ধাশ্রম। তাদের চারবেলা খাওয়া দাওয়া থেকে শুরু করে চিকিৎসার দায়ভার বহন করবেন অভিনেতা। অভিনেতার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জন্মদিনের শুভেচ্ছা(Birthday Wish) পাঠিয়েছেন অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু(Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu)।
দেখুন অন্য খবর: