পুজোর মধ্যেই রাজপথে হাতে ত্রিশূল, কপালে ত্রিনয়ন এঁকে দুর্গার সাজে ধরা দিলেন অভিনেত্রী সৌমতৃষা কুন্ডু(Soumitrisha Kundoo)। হঠাৎ পুজোর মধ্যেই দুর্গামূর্তি ধারণ করলেন কেন সৌমিতৃষা! সেটাই প্রশ্ন নেটিজেনদের !
সাধারণত মহালয়ার দিন বা তা আগে দুর্গার বিভিন্ন রূপে ধরা দেন অভিনেত্রীরা। কখনো মহিষাসুর মধ্যে তিনি অনুষ্ঠান কিংবা ফটোশুটের জন্য অভিনেত্রীরা এই সাজে সাজেন। টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে কোয়েল মল্লিক,শুভশ্রী গাঙ্গুলী,শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং বিভিন্ন ধারাবাহিকের অভিনেত্রীদের এই সাজে দর্শকরা দেখতে পেয়েছেন।কিন্তু এতদিন পর সপ্তমীতে আচমকায় দেবী দুর্গার বেশে ধরা দিলেন কেন সৌমিতৃষা!
আরও পড়ুন: সীমাহীন আনন্দে মেতেছে রাজ’পুত্র এবং কবির
কয়েকদিন আগেই হলুদ শাড়ি আর কোঁকড়ানো চুলে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েছিলেন সৌমিরতৃষা। সঙ্গে ছিল বড় মাপের কানের দুল আর চুরি। সেই ছবি দেখে অনেক মেডিকেল তাকে বলেছিলেন ‘ডানা কাটা হলুদ পরী’। এবার পুজোর মধ্যে ‘মিঠাই’ সৌমিতৃষা ধরা দিলেন দুর্গার সাজে।
প্রসঙ্গত, দেবের বড় পর্দার আগামী ছবি ‘প্রধান’ নায়িকা সৌমিতৃষা পূজোর আগেই জানিয়েছিলেন যে তাঁর মহালয়ার সকালে টিভিতে অনুষ্ঠান করতে ভালো লাগে না। আসলে আগে শুট করা কোন ছবি সপ্তমীর দিন পোস্ট করে সকলকে তাক লাগাতে চেয়েছিলেন সৌমিতৃষা। পরনে লাল বেনারসি এবং সোনালি গয়না। হাতে ত্রিশূল নিয়ে চাহনিতে রাগ। কপালে আঘাত ত্রিনয়ন। দেবী দুর্গার পোজে পথচলতি সৌমিতৃষা।
গ্রীনরুম কিংবা রাস্তায় নানান পোজে অভিনেত্রী তার ছবি পোস্ট করে লেখেন,’এগুলো ছিল গ্যালারিতে’। তার এই সমস্ত ছবি দেখে নেটিজেনরা যথেষ্ট খুশি।
আরও দেখুন: