মহালয়ার আর দুদিন বাকি। বাঙালির জীবনে সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর ঢাকে কাঠি ভরে গেছে। মহালয়া মানেই বিভিন্ন চ্যানেলে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের জন্য বাঙালি দর্শকদেরর অধীর অপেক্ষা। সেইসঙ্গে বিভিন্ন চ্যানেলে এই অনুষ্ঠান নিয়ে চলে অলিখিত প্রতিযোগিতা। এবার স্টার জলসার মহালয়ার প্রভাতী অনুষ্ঠানে অসুর ের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসকে। বিভিন্ন চ্যানেলে বড় পর্দা ও ছোট পর্দার নানান জনপ্রিয় মুখ দেখা যায় এই অনুষ্ঠানে। যেমন স্টার জলসায় দূর্গা হচ্ছেন অভিনেত্রী সোনামণি সাহা। এই চ্যানেলে ই দুর্গার নানান রূপে ধরা দেবেন অন্যান্য নায়িকারা। ভয়ংকরি চামুণ্ডা রূপে দেখা যাবে ‘অনুরাগের ছোঁয়া’ খ্যাত অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে।সনাতনী পার্বতী সাজে দেখা মিলবে ‘সাহেবের চিঠি’ খ্যাত অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়-এর। থাকবেন ‘গাঁটছড়া’-র ‘খড়ি’ অর্থ্যাৎ শোলাঙ্কিও। সম্প্রতি চ্যানেলের তরফে সৌরভকে নিয়ে সম্প্রতি একটা পোস্টার শেয়ার করা হয় সোশ্যালে। এরপর থেকেই সৌরভকে নিয়ে শুরু হয়েছে চরম ট্রোলিং। মহিষাসুর রূপে সৌরভকে দেখে কেউ কেউ লিখেছেন, “দেখেই তো মনে হচ্ছে গাঁজা খেয়ে দাড়িয়ে পড়েছে।” আবার কেউ লিখেছেন, “মন্টু, মন্টুর নায়িকা দুজনেই আছে দেখছি। বেশ ন্টু-মন্টু ব্যাপার।” এমনকি সৌরভকে বডি শেমিং করে কেউ লিখেছেন, “তালপাতার সেপাই। হাওয়া দিলেই উড়ে যাবে।”
Html code here! Replace this with any non empty text and that's it.