skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeবিনোদনমাল্টিপ্লেক্সে রাজ করবে ‘ট্রিপল আর’

মাল্টিপ্লেক্সে রাজ করবে ‘ট্রিপল আর’

Follow Us :

ভারতের সর্বকালের অন্যতম সেরা সিনেমা হতে চলেছে এস এস রাজামৌলির ছবি ‘ট্রিপল আর’।এমনটাই মনে করছেন দেশের চলচ্চিত্র বিশেষজ্ঞরা।গোটা দেশ জুড়ে দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে ছবি।‘ট্রিপল আর’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রামচরণ এবং জুনিয়র এনটিআর।বিশেষ চরিত্রে দেখা যাবে অজয় দেবগণ ও আলিয়া ভাটকেও।বৃহস্পতিবার প্রকাশ্যে আসছে ছবির ট্রেলার।৭  জানুয়ারি বড়পর্দায় ছবি মুক্তি পাবে এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’।শোনা যাচ্ছে,গোটা দেশের রেকর্ড সংখ্যক সিঙ্গল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে ছবি মুক্তি পাওয়ার কথা।ইতিমধ্যেই সেই নিয়ে মাঠে নেমে পড়েছে ‘ট্রিপল আর’-এর প্রযোজকরা।

সমস্ত মাল্টিপ্লেক্স সংস্থার সঙ্গেই কথা বলেছেন তাঁরা।সূত্রের খবর,গোটা দেশের এক হাজারেরও বেশি মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হবে বহু প্রতীক্ষিত এই ছবি।দীর্ঘদিন ধরেই সিনেপ্রেমীদের মধ্যে চর্চায় রয়েছে এস এস রাজামৌলির এই ছবি।বড়পর্দায় ‘ট্রিপল আর’ দেখার আগ্রহে ফুটছেন তাঁরা।ছবি মুক্তি পেলে হলে নিশ্চিত ভীড় জমাবেন সিনেপ্রেমীরা।

তাই বাড়তি লক্ষ্মীলাভের আশায় প্রতিদিন ‘ট্রিপল আর’-এর অনেকগুলি শো প্রদর্শিত হবে মাল্টিপ্লেক্স গুলিতে।আগামী সোশ্যাল সাইটে ইতিমধ্যেই ছবির প্রচার শুরু করে দিয়েছেন রামচরণ, জুনিয়র এনটিআররা।৯ডিসেম্বর মুক্তির পর পুরোদমে প্রমোশনে নামবে টিম ‘ট্রিপল আর’।

RELATED ARTICLES

Most Popular