Sunday, August 17, 2025
Homeবিনোদনস্টার ফোবিয়া

স্টার ফোবিয়া

Follow Us :

সাধারণ মানুষের মধ্যে অনেকেরই বিভিন্ন ধরনের ফোবিয়া বা ভীতি থাকে। তারকাদের মধ্যেও অনেকেরই এই ধরনের ফোবিয়া কাজ করে। তাঁরাও এই ফোবিয়ার উর্ধে নয়। বিশেষজ্ঞদের মতে, ফোবিয়া হলো একধরনের দীর্ঘস্থায়ী ভয় বা মানসিক সমস্যা, যার কারণে মানুষ হঠাৎ করেই হতবিহ্বল হয়ে পড়ে। কোনো কিছুর প্রতি ভয় ৬ মাসের বেশি স্থায়ী থাকলে বুঝতে হবে সেটা ফোবিয়া।কিন্তু কিছু কিছু মানুষ এই ছোট্ট ভয়টাকে এমনভাবে নিজেদের জীবনের সাথে জড়িয়ে ফেলে যে, তারা আর সেটা থেকে বের হতে পারে না। ফোবিয়া কোনো রোগ না হলেও স্বাভাবিক ঘটনা নয়।ফোবিয়াগুলোর মধ্যে সাধারণত সবচেয়ে বেশি দেখা যায় উচ্চতা-ভীতি, গতি-ভীতি, কোনো বিশেষ ভয়ংকর প্রাণী ভীতি বা অন্ধকারের ভীতি। চিকিৎসাবিজ্ঞানে এসব ভীতি বা ফোবিয়ার আলাদা আলাদা নামও আছে।ভয়-ভীতির ঊর্ধ্বে নয় স্টার অভিনেতা অভিনেত্রীরাও। যেমন বলিউডের বিগ-বি দীর্ঘদেহী হলেও তাঁর উচ্চতা ভীতি আছে। বেশি উঁচুতে কোন শট দিতে বেশ অসুবিধা হয়। ‘আকস’ ছবিতে মনোজ বাজপায়ির সঙ্গে বিগ-বির এই ধরনের একটি দৃশ্যে অমিতাভের আতঙ্কের কথা মনোজ নিজেই জানিয়েছিলেন। তাছাড়া বলিউড বাদশা শাহরুখ খান নিজেই বলেছিলেন তার দোলনা চড়ায় ফোবিয়া আছে।

আরও পড়ুন: অমিতাভ-রাশমিকার ছবি ফাঁস

‘দেবদাস’ ছবিতে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে এমনই একটি দৃশ্য গ্রহণের সময় এমন অভিজ্ঞতার কথা শাহরুখ নিজেই জানিয়েছিলেন। অভিনেত্রীদের মধ্যে এই ধরনের ফোবিয়া অর্থাৎ ভয়-ভীতি যথেষ্ট কাজ করে। তাপসী পান্নু থেকে শুরু করে তামান্না ভাটিয়া,কাজল আগারওয়াল,রাশমিকা মান্দানা এমনকি সামান্তা আক্কিনেনির এই ধরনের ফোবিয়ার কথা হয়তো বিনোদন জগতের অনেকেই জানেন। ‘ফ্যামিলি ম্যান ২’ ওয়েবসিরিজে অভিনয় করে করে যথেষ্ট প্রশংসা পেয়েছেন সামান্হা আক্কিনেনি। অভিনয়গুণে তিনি কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। কিন্তু বাস্তব জীবনে অভিনেত্রীর সাপ এ আতঙ্ক। সে কথা তিনি নিজেই জানিয়েছেন। আউটডোর শুটিং এর সময় সেই আতঙ্কের অভিজ্ঞতার কথা তার সহ অভিনেত্রীরা দু-একবার সাক্ষী ছিলেন। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু ভয় পান ভুতের। রীতিমতো ভুত এ তার ফোবিয়া আছে। বাস্তব জীবনে ভুতের আদৌ অস্তিত্ব আছে কিনা তা নিয়ে তাপসির কোনো মাথাব্যথা নেই। কোন অচেনা জায়গায় গেলে রাতে একা কোথাও বের হতে চান না তাপসী।

তার কারণ একটাই। এই অদেখা ভূত-ফোবিয়া তাপসীকে যেন গ্রাস করে। অনেকেরই প্রশ্ন তাপশি কি তাহলে অন্য ভৌতিক ছবিতে অভিনয় করবে না! বিগ-বির মতো জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও রাশমিকা মান্দানিরও উচ্চতা নিয়ে ভয় আছে। অভিনয় ও সৌন্দর্যে মুগ্ধ করেছেন দর্শকদের তাঁরা। কিন্তু ছবির প্রয়োজনে উঁচুতে কোন শট দিতে তাদের যথেষ্ট ভীতি রয়েছে। বলিউডে যথেষ্ট জনপ্রিয় এখন কাজল আগারওয়াল। বহু জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন নায়িকার চরিত্রে। শুনলে অবাক লাগে প্রকৃতির অন্যতম সুন্দর সৃষ্টি পাখি। আর সেই পাখি নিয়েই ফোবিয়া রয়েছে কাজলের। পাখি দেখলে কাজলের ভয়-ভীতি বেড়ে যায়। বিস্ময়কর লাগলেও এটা অভিনেত্রীর জীবনের সত্য। ছবির প্রয়োজনে পাখিদের সঙ্গে তাহলে কি কাজলের কোন শট কখনোই দেখা যাবে না!

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | SIR-ই কি মোদির 'মিশন ডেমোগ্রাফি' ?
49:11
Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36