‘রাম লক্ষন’ ছবির রিমেক তৈরি করতে চলেছেন প্রযোজক করণ জোহর ও পরিচালক রোহিত শেট্টি।এমনটাই জানালেন পরিচালক সুভাষ ঘাই।‘কর্জ’ খ্যাত পরিচালকের অসংখ্য হিট ছবির মধ্যে অন্যতম জ্যাকি শ্রফ,অনিল কাপুর অভিনীত ‘রাম লক্ষণ’।ছবিতে দেখা মিলেছে ডিম্পল কপাডিয়া ও মাধুরী দীক্ষিতেরও।বক্সঅফিসে ছবি ব্লকবাস্টার হিট তো বটেই।‘রাম লক্ষণ’-এর গান আজও দারুণ জনপ্রিয়।সদ্যই ৩৩ বছর পূর্ণ করল পরিচালক সুভাষ ঘাইয়ের এই ছবি।‘রাম লক্ষণ’ নিয়ে পরিচালক জানাচ্ছেন,এই ছবি সবসময় একইরকম জনপ্রিয়তা পাবে।কারণ ছবির গল্পে যেমন নাটকীয়তা আছে,তেমনই রয়েছে অসাধারণ সব চরিত্রের দুর্দান্ত চরিত্রায়ণ।
এই প্রসঙ্গেই বর্ষিয়ান পরিচালক জানান,করণ জোহর এবং রোহিত শেট্টি ‘রাম লক্ষণ’-এর রিমেক তৈরির প্রস্তাব নিয়ে তার কাছে এসেছিলেন।তবে এখনই ছবিটি তৈরি করতে চাইছেন না ‘সিম্বা’-র পরিচালক-প্রযোজকরা।একটু সময় নিয়ে প্রজেক্টটি হাতে নিতে চান তাঁরা।তবে সুভাষ ঘাই নিশ্চিত,’রাম লক্ষণ’-এর রিমেকও বক্সঅফিসে দারুণ সাফল্য পাবে।এই খবর পাওয়ার পর থেকেই দারুণ খুশি সিনেপ্রেমীরা।কারণ,সুভাষ ঘাইএর ‘রাম লক্ষণ’ একটি অসামান্য ছবি।এই ছবির রিমেক হলে বিষয়টা কিন্তু মন্দ হবে না।ছবি নিয়ে আগামী দিনে কি আপডেট আসে সেদিকেই নজর রয়েছে সকলের।