Wednesday, July 23, 2025
Homeবিনোদনবড় পর্দার 'রামায়ণ'-এ 'উর্মিলা' কে !
Ramayana

বড় পর্দার ‘রামায়ণ’-এ ‘উর্মিলা’ কে !

'রামায়ণ' ১৬০০ কোটির মহাযুদ্ধ

Follow Us :

ওয়েব ডেস্ক: নীতেশ তিওয়ারি(Nitesh Tiwari)পরিচালিত প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ'(Ramayana)-এর প্রথম লুক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল তুমুল আলোচনা। প্রথম ঝলকেই দর্শকদের কাছ থেকে অনেক প্রশংসা কুড়িয়েছে। জানলে অবাক হবেন এই ছবিতে লক্ষ্মণের স্ত্রী উর্মিলার(Laxman’s wife Urmila) চরিত্রে অভিনয়ের জন্য ডাক পেয়েছেন অসমের অভিনেত্রী। লক্ষণের ভূমিকায় দেখা যাবে অভিনেতা রবি দুবেকে। কে তিনি, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন:পাপারাৎজ্জিদের উপর মেজাজ হারালেন বিগ বি!

সম্প্রতি অভিনেত্রী সুরভী দাস(Surabhi Das) তার সোশ্যাল মিডিয়ায় রণবীর কাপুর(Ranbir Kapoor), সাই পল্লবী(Sai Pallvi) এবং পরিচালক নীতেশ তিওয়ারীর(Nitesh Tiwari) সঙ্গে ছবি পোস্ট করেন। ছবিতে রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে এবং সীতার চরিত্রে থাকবেন সাঁই পল্লবী। সোশ্যাল মিডিয়ায় এই ছবির মাধ্যমে প্রকাশ্যে আসে তাঁর বলিউড যাত্রার খবর। এছাড়াও ছবির একটি টিজার ক্লিপও তিনি শেয়ার করেছেন। ইতিমধ্যেই জানা গেছে বলিউডের এক ঝাঁক নক্ষত্র এই বিগবাজেট ছবিতে অভিনয় করছেন। সেখানেই এবার ‘উর্মিলা’ চরিত্রে অভিনয়ের জন্য ডাক পেলেন ছোটপর্দার অভিনেত্রী সুরভী। সুরভী দাসের এই সাফল্যে গর্বিত অসমবাসী(Assamese)। তাঁর বলিউডে যাত্রা শুধু ব্যক্তিগত জয় নয়, সাংস্কৃতিক জগতের জন্যও এক গুরুত্বপূর্ণ অর্জন।

‘রামায়ণ’: ১৬০০ কোটির ‘মহাযুদ্ধ’, রণবীর বনাম যশ!:

বলিউডে এক ‘মহাযুদ্ধের’ দামামা বেজে উঠেছে। রণবীর কাপুরের রাম বনাম যশের রাবণ—নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ হতে চলেছে ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। বিশ্বব্যাপী মুক্তির লক্ষ্যে তৈরি এই মেগা-প্রজেক্টের বাজেট দাঁড়িয়েছে ১৬০০ কোটি টাকা।

সূত্রের খবর, ‘রামায়ণ ১’ প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে, যেখানে মহাকাব্যের গোটা পৃথিবী নির্মাণ, চরিত্রায়ণ, চোখ ধাঁধানো ভিএফএক্স এবং বিশাল আকারের সেট ডিজাইন অন্তর্ভুক্ত থাকবে। এরপর দ্বিতীয় পর্ব, অর্থাৎ ‘রামায়ণ ২’-এর জন্য ধার্য করা হয়েছে ৭০০ কোটি টাকা, যেখানে মূলত থাকবে চমকে দেওয়া মতো ধুন্ধুমার অ্যাকশন সিকোয়েন্স।

ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, রাবণের ভূমিকায় যশ, সীতার চরিত্রে সাই পল্লবী, হনুমানের চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণের চরিত্রে রবি দুবের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। এবার জানা গেল, লক্ষ্মণের স্ত্রী উর্মিলার চরিত্রে দেখা যাবে অসমের টেলিভিশন অভিনেত্রী সুরভি দাসকে। ‘রামায়ণ’-এর প্রথম ভাগ মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় ভাগ আসবে ২০২৭ সালের দীপাবলিতে।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39