মুম্বই : মারমুখী মেজাজে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন ওটিটি দুনিয়ার আরিয়া(Aarya) ওরফে সুস্মিতা সেন(Sushmita Sen)।মার্চ মাসে আরিয়া সিজন ৩(Aarya Season 3)-র শ্যুটিং(Shooting) করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন মিস ইউনিভার্স(Former Miss Universe)।অভিনেত্রীর অ্যাঞ্জিওপ্ল্যাস্টিও(Angioplasty) হয়েছিল।সুস্থ হয়ে গত সপ্তাহেই জয়পুরে আরিয়া সিজন ৩-র সেটে যোগ দিয়েছেন সুস্মিতা সেন।তাঁর সঙ্গে থ্রিলার সিরিজের শ্যুটিংয়ে রয়েছেন চন্দ্রচুড় সিং,সিকন্দর খের,নমিত দাস(Chandrachur Singh,Sikander Kher,Namit Das) সহ একঝাঁক অভিনেতা।সিরিজের প্রথম সিজনেই খুন হয়ে যায় আরিয়ার স্বামী তেজ সারিন(Tej Saareen)।স্বামীর অকাল মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া আরিয়া।দ্বিতীয় সিজনেই সে জানতে পেরেছে তেজকে কে খুন করেছে আর সেই মৃত্যুর পিছনে রয়েছে কার হাত।এবার পালা সেই হত্যাকারীকে খুঁজে শাস্তি দেওয়ার।সেই গল্পই তৃতীয় সিজনে দেখাতে চলেছেন পরিচালক রাম মাধবানি(Raam Madhavani)।তেজের খুনীকে শাস্তি দেওয়ার জন্য আরিয়া কতটা দৃঢ প্রতিজ্ঞ সেই ভিডিয়ো নিজের সোশ্যাল সাইটে শেয়ার করলেন সুস্মিতা সেন।
একটি নয়,দু দুটি তরবারি(Double Sword) হাতে দেখা গিয়েছে ভিডিওতে অভিনেত্রীকে।প্রিয় নায়িকার নতুন আরিয়া লুক দেখে মুগ্ধ নেটদুনিয়া।প্রথম দুটি সিজনের থেকে আরিয়া সিজন ৩ যে আরও টানটান ও অ্যাকশন প্যাকড হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।এবছরের শেষেই ওটিটিতে আসবে আরিয়া সিজন ৩।
View this post on Instagram